,

বাহুবলে গাড়ি পুড়ানো মামলায় উপজেলা বিএনপি সভাপতির পুত্র রাজু জেলহাজতে

বাহুবল প্রতিনিধি ॥ ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে বাহুবলের তিতারকোণা এলাকায় একটি গাড়ি পুড়ানো মামলার চার্জশীটভূক্ত আসামী ফয়সল আহমেদ রাজুকে গ্রেফতার করে জেলা হাজতে পাঠিছে পুলিশ। সে উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আকাদ্দছ মিয়া বাবুলের একমাত্র পুত্র। গত মঙ্গলবার বেলা ৩টার দিকে বাহুবল মডেল থানা পুলিশ ফয়সল আহমেদ রাজুকে স্থানীয় মিরপুর চৌমুহনী থেকে গ্রেফতার করে। গতকাল বুধবার অপরাহ্নে তাকে আদালতে প্রেরণ করে। সূত্র জানায়, ২০ দলীয় জোটের টানা অবরোধ কর্মসূচি চলাকালে চলতি বছরের ২৩ মার্চ মধ্যরাতে বাহুবল উপজেলার মিরপুর সংলগ্ন তিতারকোণা পেট্টল পাম্প সংলগ্ন রাস্তার পার্শ্বে দাড় করিয়ে রাখা ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ প্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে ২১ ব্যক্তিকে আসামী করে বাহুবল মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এজাহারে নাম না থাকলেও তদন্ত শেষে পুলিশ অন্যান্যদের সাথে উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব আকাদ্দছ মিয়া বাবুলের পুত্র ফয়সল আহমেদ রাজুকে আসামীভূক্ত করে।


     এই বিভাগের আরো খবর