,

আইজপি কাপ আন্তঃউপজেলা যুব কাবাডির ফাইনালে বানিয়াচং গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলাটি পূর্নজ্জীবিত হয়ে উঠেছে : এমপি মজিদ খান

বানিয়াচং প্রতিনিধি ॥ আইজিপি কাপ আন্ত:উপজেলা যুব কাবাডি প্রতিযোগিতায় ফাইনাল খেলবে বানিয়াচং উপজেলা। গতকাল রোববার বিকালে ৩১-২৯ পয়েন্টে চুনারুঘাট উপজেলাকে হারিয়ে বানিয়াচং উপজেলা ফাইনালে গেছে। ৩১ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে লাখাই উপজেলা দলের সঙ্গে। জমজমাট আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বানিয়াচং উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে সেমিফানাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক সহশ্রাধিক দর্শকের সমাগম ঘটেছে। চরম উত্তেজনাপূর্ণ খেলায় দারুণ আনন্দ উপভোগ করেছেন দর্শকরা। প্রধান অতিথি অ্যাডভোকেট আবদুল মজিদ খান এমপি বলেছেন, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা হলেও কালের আর্বতে হারিয়ে যেতে বসেছিল। আইজিপি পুলিশের উদ্যোগে গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলাটি পূর্নজ্জীবিত হয়ে উঠেছে। এজন্য আইজিপি, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যনাদ জানান। বিশেষ অতিথি পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেছেন, কাবাডি খেলা বাঙ্গালী জাতির ঐহিত্যর অংশ। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সারাদেশে কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। আজকের সেমিফাইনাল খেলাটিকে উৎসবমুখর করে তুলতে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে জানাই সাধুবাদ। বানিয়াচং উপজেলা ক্রীড়া সংস্থা সভাপতি ইউএনও শরীফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন এএসপি মোহাম্মদ সহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন এএসপি সাজিদূর রহমান, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, সাবেক চেয়ারম্যান ইকবাল হুসেন খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান, সহকারী পুলিশ সুপার মাসুদর রহমান মনির, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ, বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী, চুনারুঘাট থানার ওসি অমূল্য সূত্রধর প্রমূখ। এসময় বানিয়াচং প্রেস ক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেলসহ হবিগঞ্জ জেলা ও বানিয়াচং উপজেলা ক্রিড়া সংস্থার সদস্যবৃন্দ সরকারি কর্মকর্তাগণ, শিক্ষকগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। আজ সোমবার নবীগঞ্জ উপজেলায় ২য় সেমিফাইনালে লড়বে হবিগঞ্জ সদর উপজেলা ও নবীগঞ্জ উপজেলা। ৩১ অক্টোবর লাখাই উপজেলায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গতকালের খেলা পরিচালনা করেন, শহিদুর রহমান লাল, আব্দুল মোতালিব মমরাজ, নুরুল ইসলাম ও মো. লিটন মিয়া।


     এই বিভাগের আরো খবর