,

বানিয়াচঙ্গে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে জাতীয় স্যানিটেশন মাঠ ও বিশ্ব হাত দোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, স্কুল বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল এবং উন্নয়ন সহযোগি টীম (ইউএসটি) জিওবি ইউনিসেফ ক্যাটস প্রকল্প ও ব্র্যাক এর সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ শরীফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-০২ নির্বাচনী এলাকা সংসদ সদস্য আলহাজ এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, হবিগঞ্জ জেলা ইউ/পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউ/পি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান। বানিয়াচঙ্গ জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাওছার শোকরানা, ব্র্যাক উপজেলা সমন্বয়কারী মহসীন উদ্দিন, ইউএসটি ম্যানেজার রাজু আহমেদ প্রমুখ। অপরদিকে বিকেলে ৪নং বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউ/পি কমপ্লেক্স মিলনায়তনে চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এর সভাপতিত্বে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস উপলক্ষে সবার জন্য স্যানিটেশন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: মোঃ আবুল কাসেম। ইউএসটি ইউনিয়ন ফ্যাসিলিটেটর আজিজুল হক খান আজাদ এর পরিচালনায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, ইউ.পি মেম্বার মোঃ আয়ুব আলী, সাবেরা বেগম, ময়না মিয়া, শিরিকা বেগম, ই¯্রাব আলী, আম্বিয়া বেগম, নুর আহাম্মদ, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মতিউর রহমান, ইউপি সচিব মোঃ জিলু মিয়া, ইউডিসি উপজেলা উদ্যোক্তা ফোরাম সভাপতি আনছার আলী, টিসি বুলবুল ধর।


     এই বিভাগের আরো খবর