,

হবিগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগের সমন্বয়কারী তাজ রহমান বলেছেন- বাংলাদেশের যে প্রান্থেই যাবেন এরশাদের উন্নয়নের ছোয়া পাবেন। দেশের ৬৪টি জেলা করেছিলেন এরশাদ। উপজেলা পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন এরশাদ। প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করেছিলেন এরশাদ। নয় বছরের সফল রাষ্ট্রনায়ক এরশাদ এ দেশের উন্নয়নের রূপকার। তাই বাংলার মাটিতে আবারও এরশাদের জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে। তিনি গতকাল শনিকার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে হবিগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া। দেশের যুব সমাজকে যুব সংহতির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে রেজাউল ইসলাম ভুইয়া বলেন- পল্লীবন্ধু এরশাদ ক্ষমতায় এসে এ দেশের যুব সমাজকে কাজে লাগিয়ে ছিলেন। বেকারত্ব দুর করেছিলেন। বেকার ছাত্রদের পুজি দিয়ে ব্যবসার ব্যবস্থা করেছিলেন। দেশে সু-শাসন প্রতিষ্ঠা করেছিলেন। মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছিলেন এরশাদ। তাই এরশাদ সরকারের অথিতের গৌরবোজ্জল ইতিহাস এ দেশের মানুষের কাছে তুলে ধরতে হবে। জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে যুব সংহতির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা সভাপতি এমপি মুনিম চৌধুরী বাবু, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আহাদ চৌধুরী শাহীন ও হেলাল উদ্দিন হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ স্বপন ও ইকবাল আলমগীর, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফররুখ আহমেদ ও আক্তারুজ্জামান খান, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি প্রফেসর আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শিবলী খায়ের ও উস্তার তালুকদার, হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ।
হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক জালাল উদ্দিন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন-জতীয় পার্টির নবীগঞ্জ উপজেলা সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, চুনারুঘাট জাতীয় পার্টির সভাপতি তাজুল ইসলাম, লাখাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহজাহান তালুকদার, হবিগঞ্জ পৌর যুব সংহতির আহ্বায়ক নিজাম উদ্দিন সানু, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নবীগঞ্জ উপজেলা যুব সংহতির সভাপতি সরওয়ার সিকদার, সাধারণ সম্পাদক ফুল মিয়া পাঠান, বাহুবল উপজেলা যুব সংহতির আহ্বায়ক মাসুক আহমেদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, সদস্য সচিব হেলাল আহমেদ, বানিয়াচং উপজেলা যুব সংহতির আহ্বায়ক রবিউল আলম রবি, লাখাইর যুব নেতা দুলাল মিয়া, যুব সংহতি নেতা অলিউর রহমান সোহাগ প্রমুখ। সম্মেলনে কাজল আহমেদকে সভাপতি ও অলিউর রহমান সোহাগকে সাধারণ সম্পাদক করে ২ বছরের জন্য হবিগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির কমিটি ঘোষণা করা হয়।


     এই বিভাগের আরো খবর