,

নবীগঞ্জে ময়না তদন্তের জন্য খোড়া কবরে লাশ নেই, আছে শুধু কয়েক টুকরো বাঁশ!

মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বারইকান্দি গ্রামে একটি নৌকা থেকে ১৫ মাসের শিশু তানভিরের লাশ উদ্ধার করে দাফনের প্রায় ১ বছর পর আদালতের নির্দেশে কবর খোড়া হয়। গতকাল মঙ্গলবার সকাল ১২টার দিকে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক ও নবীগঞ্জ থানার তদন্ত ওসি গৌর চন্দ্র মজুমদারের উপস্থিতিতে পুনরায় ময়না তদন্তের জন্য কবর খোড়া হলে সেখানে লাশের কোন অস্থিত্ব মেলেনি। শুধু কয়েকটি বাঁশের টুকরো পাওয়া যায়। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত বছরের ২১ নভেম্বর রোজ শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের বারইকান্দি গ্রামের উত্তর পাড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের লালু মিয়া ও আজগর আলীর লোকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন লোক আহত হয়। এসময় লালু মিয়ার ছেলে জমসেদসহ অন্যান্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর কয়েক ঘন্টা পর খবর পাওয়া লালু মিয়ার নাতি জমসেদ আলীর ১৫ মাস বয়সের শিশু সন্তান তানভির হোসেনের মৃত দেহ তাদের বাড়ির নিকটস্থ নদীর কিনারে একটি নৌকার মধ্যে পাওয়া যায়। তখন মৃত অবুঝ শিশু তানভিরের পরিবারের লোকজন সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে স্থানীয় লোকজন তানভিরের মৃত দেহ নৌকা থেকে উদ্ধার করে গ্রামের একটি খবর স্থানে দাফন করেন। এ ঘটনায় তানভিরের দাদা লালু মিয়া বাদি হয়ে আজগর আলীকে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে গতকাল মঙ্গলবার সকাল ১২ ঘটিকার দিকে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক ও নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদারের নেতৃত্বে একদল পুলিশের উপস্থিতিতে তানভিরের কবর খোড়া হয়। তখন কবরের ভিতরে কয়েকটি বাঁশের টুকরো ছাড়া কিছুই পাওয়া যায়নি। মামলা দায়ের করা হলেও স্থানীয় ভাবে বিষয়টি আপোষে সমাধান করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর