,

যুব সমাজকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধির দেশ-মোঃ আবু ইউসুফ

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নবীগঞ্জ পৌর পরিষদের হল রুমে বিকালে জাতীয় যুব পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু ইউসুফ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ শাহ মনসুর আহমদ। এতে আরও বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আফতর খান, সহ-সভাপতি মোঃ ছালিক মিয়া, কয়েছ মাহদী, শাহ মিসির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, সদর উদ্দিন চৌধুরী, মীর মোঃ তাহিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মুন্না, আজিজুর রহমান আজিজ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক মোঃ আজমল হোসেন টিপু, আশরাফুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম জগলু, সহ-দপ্তর সম্পাদক অয় দাশ, মোঃ রফিক মিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হামিম মিয়া, মোঃ সেলিম আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক শাহ সাইফুর রহমান শ্যামল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম তৌহিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শৈলেন্দ্র গুপ্ত দাশ রান, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইউনুছ আলী, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আজাদ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ রশমালা বেগম, সহ- মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ কল্পনা বেগম, কার্যকরি পরিষদের সদস্য নেছার উদ্দিন, কাজল দাশ, মোঃ নানু মিয়া, মোঃ মাহমুদুর রহমান দীপু প্রমূখ। এসময় প্রধান অতিথি হিসেবে মোঃ আবু ইউসুফ বলেন, দেশের মোট জনসংখ্যার অধিকাংশ যুব সমাজ, এদেরকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পাড়লে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধির দেশ। বেকারত্ব হৃাসের পাশাপাশি অধিক হারে কর্ম সংস্থান সৃষ্টি করে যুব সমাজকে কাজে লাগাতে হবে। বিশেষ অতিথি ডাঃ মনসুর আহমেদ নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, ঐক্যবদ্ধভাবে কর্মকান্ড পরিচালনার মাধ্যমে উপজেলার ১৩টি ইউনিয়নে বঙ্গবন্ধু জাতিয় যুব পরিষদের কমিটি গঠন করে দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলতে হবে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৭ নভেম্বর শনিবার দূপুর ১২ টায় নেতৃবৃন্ধের উপস্থিতিতে বঙ্গবন্ধু জাতিয় যুব পরিষদের নবগঠিত কমিটির উদ্যোগে এক বিশাল মোটর সাইকেল শুভাযাত্রা পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


     এই বিভাগের আরো খবর