,

বানিয়াচঙ্গে শিশুদের সমস্যা ও শিশুদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বানিয়াচং প্রতিনিধি ॥ স্থানীয় ক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটির ক্ষমতায়ন কর্মসূচী (এলসিবিসিই) আওতায় এক মতবিনিময় সভা ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার মকাল ১১ঘটিকায় অনুষ্টিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা ইউপি সমিতির সভাপতি ও ৪নং ইউপিচেয়ারম্যন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। ফ্যাসিলিটেটর হিসেবে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ঈশরাত জাহান অনুষ্টানে শিশুদের সমস্যা ও শিশুদের ভাবনা শীর্ষক সভায় উপস্থিত থেকে শিশুদের প্রথক প্রথক মতামত গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এফআইভিডিবি পি.ও সুজিত কুমার বৈষব। বক্তব্য রাখেন সচিব মোঃ জিলু মিয়া, প্রধান শিক্ষক নাদির বক্স সুহেলী, মেম্বার সাবেরা খাতুন, আম্বিয়া খাতুন, শিরিকা বেগম, মোঃ নুরুল ইসলাম, মোঃ নুর মোহাম্মদ, মোঃ আয়ুব আলী, টি.সি বুলবুল ধর, নেছার আহমেদ প্রমুখ। একই দিন বিকালে এলসিবিসিই এক রিভিউ সভা ইউ/পি চেয়ারম্যন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এর সভাপতিত্বে ও এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।


     এই বিভাগের আরো খবর