,

আউশকান্দি ইউপি’র ছালাউদ্দিন ও তার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে সরকারী গাছ কেটে বিক্রয়ের অভিযোগ

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সদরাবাদ ও বকশীপুর গ্রামের ছালাউদ্দিন ও তার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে সরকারী ভূমি থেকে গাছ কেটে বিক্রি ও সরকারী ভূমি দখল করে বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে হবিগঞ্জ জেলা প্রশাসক ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার আউশকান্দি ইউপি’র সদরাবাদ গ্রামের মৃত রমিজ উল্লার পুত্র মোঃ মুক্তার উল্লা। অভিযোগের বিবরনে জানা যায়, আউশকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুকিমপুর মৌজার দাগ নং ৪২৫/ ও ২৮৮/ খতিয়ান ০১, বরাক নদীর পাড়ে সরকারী রাস্তার পার্শ্বে নদী ভরাট জায়গা রয়েছে। সরকারী রাস্তার সাইটে ছালাউদ্দিনের বাড়ী। এই বাড়ী হইতে মৃত বখা উল্লা বাড়ী পর্যন্ত মুকিমপুর মৌজার সীমানা শেষ। এই এরিয়ার মধ্যে যত সরকারী ভূমি ও গাছ রয়েছে সব ছালাউদ্দিন ও তার আত্মীয় স্বজনদের দখলে রয়েছে। প্রায় ২০/৩০ বৎসর আগে আউশকান্দি ইউপি’র সাবেক চেয়ারম্যান প্রয়াত গোলাম মোঃ চৌধুরী এইসব গাছ লাগাইয়া ছিলেন সরকারী টাকা দিয়ে। কিন্তু ছালাউদ্দিন ও তার আত্মীয় স্বজনরা অবাধে সেই গাছ বিক্রয় করিতেছেন। এব্যাপারে কেউ কোন প্রতিবাদ করলে তাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন তারা। বিগত ১০/১২ দিন আগে মোঃ মুক্তার উল্লা সরকারী গাছ কাটতে বাধা দিলে ছালাউদ্দিন ও আত্মীয় স্বজনরা তাকে প্রাণে হত্যার হুমকি দেয়। সরকারী ভূমি থেকে গাছ কাটা ও ভূমি দখলের ব্যপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হবিগঞ্জের জেলা প্রশাসক ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ মুক্তার উল্লা।


     এই বিভাগের আরো খবর