,

নবীগঞ্জে ৭১ সালের ধ্বংসকৃত কালীবাড়ীর স্মৃতি রক্ষার্থে প্রতিকী কালীপুজা অনুষ্ঠিত : ভুমি উদ্ধারে নেতৃবৃন্দের আশ্বাস

উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জে ১৯৭১ সালের পাকবাহিনী কর্তৃক ধ্বংসকৃত শ্রী শ্রী কালীবাড়ী ও কানাই লাল জিউড় আখড়ার স্মৃতি রক্ষার্থে প্রতিকী কালীপুজা উদযাপন কমিটির উদ্যোগে গত মঙ্গলবার বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে ডাকবাংলো প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল মোমবাতী প্রজ্বলন করে আলোর মিছিল, পুজানুষ্টান, শুভেচ্ছা বিনিময়। আলোর উদযাপন কমিটির আহবায়ক নারায়ন চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক কালীপদ ভট্টাচার্য্য, আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় কর, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, রবীন্দ্র কুমার পাল রবি, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহনুর রহমান ছানু, উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এড.রাজীব কুমার দে তাপস। এ সময় উপস্থিত ছিলেন পুজা কমিটির যুগ্ম আহবায়ক প্রমথ চক্রবর্তী বেনু, গৌরমনি সরকার, অসিত বরন পাল, উত্তম কুমার রায়, বিষ্ণু পদ রায়, রশময় শীল, সদস্য সচিব নীলকণ্ট দাশ সামন্ত নন্টী, নির্বাহী সদস্য বাদল কৃষ্ণ বনিক, রঙ্গলাল রায়, শিক্ষক প্রজেশ রায় নিতন, মন্টু লাল আচার্য্য, হিমাংশু শেখর রায়, মৃদুল কান্তি রায়, নিকুঞ্জ পাল নিখিল, নিতেশ রায়, সাধন চন্দ্র দাশ, পবিত্র বনিক, শিক্ষক লিটন দেবনাথ, বিজয় রায়, গৌরমনি সরকার, দিজেন্দ্র রায় মহাদেব, নির্মলেন্দু দাশ রানা, ভানু লাল দাশ, গৌতম কুমার রায়, রঞ্জিত চক্রবর্তী নান্টু, প্রভাষক জন্টু চন্দ্র রায়, ডাঃ অমলেন্দু সুত্রধর, রান্টু চক্রবর্তী, পার্থ পাল, ব্যাংক কর্মকর্তা শুভাশীষ চক্রবর্ত্তী সুবল, পিন্টু রায়, রাজীব কুমার রায়, ছাত্রলীগ নেতা আবু সালেহ জীবন, প্রনব দেব, অসীম বনিক, তনয় কান্তি ঘোষ অঞ্জন, সেন্টু মিয়া, দিপংকর ভট্টাচার্য্য দেবুল, সুবীর দাশ, মিথুন পাল, ধ্র“বজ্যোতি বনিক, অরনাভ বনিক পলাশ, দেবাশীষ রায়, ঝুটন বনিক, জুষেন দাশ প্রমূখ। রাতে পুজা মন্ডপ পরিদর্শন করেন নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র ছাবির আহমদ চৌধুরী, পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, গীতিকার জাহাঙ্গীর আলম রানাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আলোর মিছিল শেষে ডাকবাংলো প্রাঙ্গনে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায় মিন্টুর মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়। এ সময় নেতৃবৃন্দ অবিলম্বে নবীগঞ্জ থানার অভ্যন্তরে থাকা কালীবাড়ী ও কানাই লাল জিউড় আখড়ার ২৯ শতক ভুমি উদ্ধারের আশ্বাস প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর