,

চুনারুঘাটে ‘ইনডেভার সমন্বিত উন্নয়ন প্রকল্পে‘র উদ্বোধন করলেন জেলা প্রশাসক সাবিনা আলম

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সরদ ইউনিয়নের ইনডেভার আঞ্চলিক অফিসের উদ্যোগে দাতা সংস্থা ওখউ-র জার্মানীর আর্থিক সহায়তায় নতুন সংযোজন ‘ইনডেভার সমন্বিত উন্নয়ন প্রকল্পে’র উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রাশাসক সাবিনা আলম। গতকাল শনিবার সকাল ১১টায় সরদ ইউনিয়নের নরপতি গ্রামে আঞ্চলিক অফিসে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। ইনডেভারের প্রধান নির্বাহী খলিলুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে ও উপ-পরিচালক মোঃ আতিকুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন এনডিসি আলমগীর হোসেন, ইনডেভারের নির্বাহী কমিটির সদস্য ফারুক উদ্দিন চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট নরপতি আশা’র হেলথ কমপেক্সে এডমিনেস্ট্যার মোস্তাফিজুর রহমান, আশার জেলা ডিএম কামাল মিয়া চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মুকিদ চৌধুরী, ইউপি মেম্বার সেফাজ চৌধুরী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-ইনডেভারের সিনিয়ির শাখা ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান, বিএম এসএম মাহমুদুর রহমান প্রমুখ। সভার শুরুতে ইনডেভারের প্রধান নির্বাহী খলিলুর রহমান চৌধুরী উপস্থিত অতিথিবৃন্দের সম্মুখে ইনডেভারের বিভিন্ন প্রকল্পের নতুন সংযোজনের বিভিন্ন বিষয় তোলে ধরেন। দাতা সংস্থা আইএলডি-র জার্মানীর আর্থিক সহায়তায় ‘ইনডেভার সমন্বিত উন্নয়ন প্রকল্প নামে একটি নতুন সংযোজনের মাধ্যমে উপজেলার সদর, রানীগাঁও ও দেওরগাছ ৩টি ইউনিয়নে (মানবিক ও দতা উন্নয়ন) শিক্ষা, স্বাস্থ্য ওয়াটার, স্যানিটেশন নারী ক্ষমতায়ন, কৃষি ও ঋন কর্মসূচি পরিচালিত হবে। ১৯৯১ সাল থেকে শুরু করে ইনডেভারের ঋন দানসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালিত করে আসছে।


     এই বিভাগের আরো খবর