,

হবিগঞ্জ নাগরিক কমিটির ৯ম বর্ষপূর্তি পালিত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বিভিন্ন শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষার্থীরা ইতিহাস ঐতিহ্য সর্ম্পকে জ্ঞান নেই বা জানার কোন আগ্রহ নেই। অথচ হবিগঞ্জ অত্যন্ত সমৃদ্ধ জেলা। ইতিহাস ঐতিহ্য সৃষ্টি সম্পর্কে জ্ঞান নেই। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জ্ঞান আরোহন করা অথচ বর্তমানে শিক্ষার্থীরা বাস্তব ও কর্মমুখী হচ্ছে না। গতকাল বুধবার সন্ধ্যা ৬ টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে হবিগঞ্জ নাগরিক কমিটির ৯ম বর্ষপূর্তি ও বার্ষিক প্রকাশনা হবিগঞ্জ দর্পন প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য চৌধুরী আব্দুল হাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, স্থানীয় সরকার উপ-পরিচালক উপ সচিব মোহাম্মদ আব্দুর রউফ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত করেন আলহাজ্ব ফরিদ মিয়া। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আজগর আলী, মোঃ আলাউদ্দিন আহমেদ, আলহাজ্ব শামীম আহছান, মনসুর উদ্দিন ইকবাল, অ্যাডভোকেট আমির হোসেন, মোঃ ফজলুর রহমান, ডাঃ মোঃ জমির আলী, তাহমিনা বেগম, তাহমিনা বেগম গিনি, অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত, মোঃ ফজলুর রহমান, আমজাদ হোসেন চৌধুরী, আব্দুল মোতালিব মমরাজ, এনাম আহমেদ প্রমূখ।


     এই বিভাগের আরো খবর