,

মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বাস উদ্বোধন করলেন এমপি মুনিম বাবু

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বাস উদ্বোধন করেছেন এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। গতকাল সোমবার দুপুর ১২ টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে তা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি নীরঞ্জন সাহা নীরু। মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোঃ মাসুক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ আব্দুর রব। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার পারভিন, মাধবপুরের বিশিষ্ট ব্যবসায়ী কানু রঞ্জন রায়, জেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ এমদাদুল হক সবুজ, জাপা নেতা আলহাজ্ব জাহিরুল হক, বাহুবল মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম শামসুদ্দিন, বিশিষ্ট সাংবাদিক অভিজিৎ ভট্রাচার্য, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ তারা মিয়া, বাহুবল কলেজের প্রভাষক আব্দুর রকিব, মিরপুর উন্নয়ন ফোরামের নির্বাহী সভাপতি দিদার এলাহী সাজু, উপজেলা যুব-সংহতির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুল হাই ও তাজুল ইসলাম দুলাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সদস্য শেখ আনিসুর রহমান, প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক নাছির উদ্দিন, সহকারী শিক্ষক বাবুল চন্দ্র শীল, জেবুন্নেছা চৌধুরী, সালমা আক্তার, দেবাশীষ চক্রবর্তী প্রমূখ। এর পূর্বে অনুষ্ঠিত হয় বার্ষিক মিলাদ মাহফিল। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান। পরে অনুষ্ঠিত হয় নবীন বরণ অনুষ্ঠান ও এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। উল্লেখ্য, বাহুবল উপজেলায় এই প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস-পরিবহন ব্যবস্থা চালু করা হল। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বাসটি দান করেছেন মাধবপুরের বিশিষ্ট ব্যবসায়ী কানু রঞ্জন রায়।


     এই বিভাগের আরো খবর