,

হবিগঞ্জের উচাইল গ্রামে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে মাটি কাটা নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। আহত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজিউড়া ইউনিয়নের উচাইল চারিনাও গ্রামে জজ মিয়ার সাথে একই গ্রামের জহুর আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল উভয়পক্ষ বিরোধীয় ভূমিতে মাটি কাটতে গেলে সংঘর্ষ বাঁধে। দফায় দফায় সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়। গুরুতর আহত অবস্থায় জালাল মিয়া (৩৫), আক্তার মিয়া (৩৫), সিরাজ আলী (৭০), আব্দুল আওয়াল (৩৫), মোশারফ (২৫), আব্দুর রউফ (৩০), সিজিল মিয়া (৪৫), বদরুল মিয়া (৩৫), আহাম্মদ আলী (২০), আছমা খাতুন (৩৫), তাছলিমা (৩০) ও এংরাজ বিবি (৩৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে জহুর আলীকে মুমুর্ষূ অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে আহতরা হাসপাতালে আসার পথে ফের সংঘর্ষে জড়ায়। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটার পর থেকে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।


     এই বিভাগের আরো খবর