,

সুন্দ্রাটিকি চার শিশু হত্যা আরজু-বশিরের রিমান্ড মঞ্জুর

বাহুবল প্রতিনিধি ॥ পূর্ব বিরোধের জের ধরে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আরজু মিয়া (২৫) ও বশিরকে (২০) রিমান্ড দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মুক্তাদির আলম গতকাল সোমবার দুপুরে আসামি দ্বয়কে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আরজুর ৭ দিন ও বশিরের ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খোন্দকার। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনি এসব তথ্য জানিয়েছেন। বাদিপক্ষের আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, চার শিশু হত্যা চাঞ্চল্যকর মামলা। ইতিমধ্যে ২ আসামি জুয়েল ও রুবেলের জবানবন্দিতে ঘটনার অনেক রহস্যই বেরিয়ে এসেছে। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের জন্য আরজু ও বশিরকে রিমান্ডে নেয়া হয়েছে। এদিকে গত শনিবার গ্রামবাসী ঘেরাও দিয়ে থানায় খবর দিলে বশিরের ভাই সালেহ উদ্দিন আহমেদকে পুলিশ গিয়ে আটক করে। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত রোববার তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি মুক্তাদির হোসেন। সোমবার বেলা আড়াইটা পর্যন্ত তার রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়নি। এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টায় ওই গ্রামের বাগাল মিয়া ও তার ছেলে জুয়েল মিয়ার ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।


     এই বিভাগের আরো খবর