,

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে বাস-সিএনজি সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ ২ জন নিহত

মোঃ আকিকুর রহমান সেলিম ॥ হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ ২ যাত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে ওই সড়কের রতœা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঃ বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান বুলবুল (৫৫), বানিয়াচং উপজেলার কুতুবখানী গ্রামের সাবেক চেয়ারম্যান ফরিদ মিয়ার কন্যা ও বিএসবি মহিলা মাদ্রাসার শিক্ষিকা রেখা আক্তার (৩৫)। এছাড়াও এ দুর্ঘটনায় ২ যাত্রী আহত হয়েছেন। তাদের মাঝে হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের জয়নাল আবেদীন ফারুক (৪৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত সুত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে যাত্রীবাহী একটি দিগন্ত মিনিবাস বেপরোয়া গতিতে বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয়। বেলা ২টার দিকে বাসটি রতœা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশা (হবিগঞ্জ-থ-১১-৬০৯০) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী রেখা আক্তার ও লুৎফুর রহমান বুলবুল নিহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর ঘন্টাখানেক ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বাসটি জনতা আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) অমূল্য কুমার চৌধুরী দুর্ঘটনার সত্যতা স্বীকার করেন।


     এই বিভাগের আরো খবর