,

হবিগঞ্জে শিশু বিবাহ বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে- ডিসি সাবিনা আলম

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সরকার ও ইউনিসেফ এর যৌথ উদ্যোগে হবিগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত “শিশু বিবাহ বন্ধকরন হবিগঞ্জ পরিস্থিতি” শিরোনামীয় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা আলম। মডারেটর হিসেবে সেমিনার পরিচালনা করেন স্থানীয় সরকার এর উপ পরিচালক মোহাম্মদ আব্দুুর রউফ। পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা, দীর্ঘদিন লালিত সামাজিক রীতিনীতি, অল্প বয়সে মেয়ের বিয়ে দেয়া, দারিদ্র-মেয়ে শিশুকে পরিবারের বোঝা ভাবা, জন্ম নিবন্ধন ও বিবাহ নিবন্ধনের দূর্বলতা, যৌতুক শিশু বিবাহের কারণ বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউনিসেফ এর সিলেট বিভাগীয় প্লানিং এন্ড মনিটরিং প্রোগ্রাম অফিসার খোন্দকার লুৎফুল খালেদ। সেমিনারের উদ্ভোধনী বক্তৃতায় হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম হবিগঞ্জ জেলা বাল্য বিবাহ মুক্ত করার লক্ষ্যে আইন প্রয়োগ এর সাথে সাথে সম্মিলিত প্রচেষ্ঠার মাধ্যমে কঠোর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। প্রেজেন্টেশন এর পূর্বে শুভেচ্ছা বক্তৃতা করেন সাবেক পৌর চেয়ারম্যান মো: শহীদ উদ্দীন চৌধুরী, সিভিল সার্জন ডা: দেবপদ রায়, এএসপি সুদিপ্ত রায়, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা নেত্রী তাহমিনা বেগম গিনি। হবিগঞ্জ জেলা বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করার বিষয়ে কার্যকরী প্রস্তাব করে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মো: মোজাফ্ফর হোসেন, সমাজসেবা উপ-পরিচালক মো: সুয়েব হোসেন চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, পরিসংখ্যান উপ-পরিচালক স্বপন চন্দ্র সরকার, পিটিআই সুপার মোঃ নজরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মোঃ আবদুর রশিদ, জেলা তথ্য অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন, হবিগঞ্জ উন্নয়ন সংস্থা প্রশিক্ষক আরিফ হাসান মন্ডল, এসেড নির্বাহী পরিচালক জাফর ইকবাল চৌধুরী, হবিগঞ্জ সিনিয়র হেল্থ এডুকেশন অফিসার মোঃ কলিম উল্লা সরকার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রোজিনা রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো: সোলায়মান মজুমদার, মাধবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, বানিয়াচং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম, ছাতিয়ান ইউ.পি চেয়ারম্যান খায়রুল হোসাইন মনু, বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ সদর হসপিটাল সিনিয়র গাইনী বিশেষজ্ঞ ডা: হালিমা নাজনীন, হবিগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: ইউসুফ আলী, সুবিদপুর ইউ.পি চেয়ারম্যান মো: আবুল কাশেম, ডিএফ এবিএস মাহবুবার রহমান, এলসিবিসিই জেলা অফিসার বিশ্বজিৎ দত্ত, বানিয়াচং উপজেলা এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী প্রমুখ।


     এই বিভাগের আরো খবর