,

ভোটারদের মধ্যে টাকা বিতরণের জের : আজমিরীগঞ্জে জামাতপন্থি ও স্বতন্ত্র মেম্বার প্রার্থীর সংঘর্ষে ১৫ জন আহত

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসুখা ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের মধ্যে টাকা বিতরণকে কেন্দ্র করে জামাতপন্থি মেম্বার ও স্বতন্ত্র দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় সেলিম মিয়া (৩২), মাফিয়া খাতুন (৩৫) ও আব্দুল ওয়াহাব মিয়া (৬৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার জলসুখা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জামায়াত নেতা মজিবুর রহমান উল্লেখিত সময়ে ওই এলাকায় মিষ্টির প্যাকেটের ভিতরে করে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিল। এসময় একই ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও বর্তমান মেম্বার মোশাহিদ মিয়ার লোকজন বাঁধা দেয়। পরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। আহত অবস্থায় ৩ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতদের মধ্যে সোহান মিয়া (২২), জাফরুল মিয়া (২৫), অনিক মিয়া (১৪), রিয়াজ মিয়া (১৩), মইনুদ্দিন মিয়া (২২), পংকজ (৩৩) ও জাহেদ মিয়া (২৫) কে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের নইম উল্লাহর পুত্র মুসলিম উদ্দিন নামে এক যুবককে আটক করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আজমিরীগঞ্জ থানায় মোশাহিদ মেম্বারের ভাতিজা জহিরুল ইসলাম বাদী হয়ে ৩২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক জনকে আটক করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর