,

খনকারীপাড়া গ্রামের শাহ্ চেরাগ কুতুব উদ্দিন আউলিয়ার মাজারে আবারো আগুন ॥ দানবাক্সের টাকা চুরি : ভক্ত আশেকানের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা

সংবাদদাতা ॥ নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের খনকারীপাড়া গ্রামে ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গীয় হযরত শাহ্ চেরাগ কুতুব উদ্দীন আউলিয়া চিশতী (রহঃ) এর মাজারের রওজা মোবারকের উপর আগুন লাগিয়ে গিলাফ সহ মাজারের গুরুত্বপূর্ণ জিনিষ পত্র পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতের আধারে কে বা কাহারা এ কান্ড ঘটিয়েছে। এতে ও ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা। দুস্কৃতিকারীরা পবিত্র মাজারের দানবাক্সের তালা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে ভক্ত আশেকানদের দানকৃত টাকা পয়সা। এই ঘটনার কয়েকদিন পূর্বে মাজারের এবাদত খানায় ও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। যা নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। তবে এবাদত খানায় আগুনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সংবাদকর্মীরা ও দুর্বৃত্তদের বাধার মুখে ও অশোভন আচরনের শিকার হন। একজন অলির দরবারে একের পর এক এমন ন্যাক্কারজনক নিন্দনীয় ঘটনায় অলি আউলিয়া ভক্ত আশেকান্দের মধ্যে ক্ষোভ নিন্দার পাশাপাশি তীব্র উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন, হযরত শাহ চেরাগ কুতুব উদ্দীন আউলিয়া (রহঃ) উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ শাহনূর হোসেন চৌধুরী (সোহান)। এদিকে পবিত্র মাজারে দুর্বৃত্তদের ঘটানো এমন নজিরবিহীন অপকর্মের নিন্দা জানিয়েছেন উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন সহ সচেতন নাগরিক মহল। অনেকেই বলেন, ৩৬০ আউলিয়ার পূণ্যভুমিতে অলি আউলিয়ার পবিত্র মাজারে এমন ন্যাক্কারজনক ঘটনা কখনোই সহ্য করা হবেনা। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসন এদের খুজে বের করে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার দাবী জানানো হয়।


     এই বিভাগের আরো খবর