,

নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত :: নারায়ণ সভাপতি, হিমেল সম্পাদক, তনুজ সাংগঠনিক

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৬ গত শুক্রবার নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় সম্পন্ন হয়েছে। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নারায়ণ রায়ের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মন্ডলীর সদস্য এডঃ অহিন্দ্র কুমার দত্ত চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এডঃ স্বরাজ রঞ্জন বিশ্বাস, নির্বাহী সদস্য এডঃ শ্যামল কান্তি দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ মনমোহন দেবনাথ, হবিগঞ্জ জেলা ছাত্র-যুব ঐক্যের আহবায়ক এডঃ নারদ গোপ, যুগ্ম আহবায়ক এডঃ জন্টু দেব। অনুষ্টানের শুরুতে গীতা পাঠ করেন কানাই লাল দাশ। অনুষ্ঠানে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রয়াত সভাপতি মিহির কুমার রায় মিন্টু আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। বার্ষিক আয়-ব্যয় হিসাব উপস্থাপন করেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কালীপদ ভট্টাচার্য্য। সম্মেলনে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি সুবিনয় কর, সাবেক পৌর কাউন্সিলর দেবলা দাশ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নির্বাহী সদস্য রঙ্গ লাল রায়, বাদল কৃষ্ণ বনিক, পৌর পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি মৃদুল কান্তি রায়, রামকৃষ্ণ সেবা সংঘের সদস্য উৎপল চৌধুরী পান্না, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক গোপেশ চন্দ্র দাশ, জগদীশ দাশ, উপজেলা বিএনপি নেতা অনন্ত দাশ, উপজেলা পুজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক বিধান ধর, গৌতম কুমার রায়, উপজেলা লোকনাথ সেবা সংঘের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দাশ, শিক্ষক নিখিল সুত্রধর, ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ভানু লাল দাশ, এডঃ রাজীব কুমার দে তাপস, প্রভাষক জন্টু চন্দ্র রায়, শিক্ষক শীলপদ দাশ, পৌর কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, ইসকন সদস্য সজল চন্দ্র গোপ, ইউপি সদস্য লিটন চন্দ্র দাশ, নিকুঞ্জ পাল নিখিল ,অরবিন্দু রায়, ডাঃ অমলেন্দু সুত্রধর, শিক্ষক সুবিনয় পুরকায়স্থ, শিক্ষক বিপুল চন্দ্র দেব, আশীষ তালুকদার, বিভু আচার্য্য, জীতেশ সুত্রধর, রতœদীপ দাশ রাজু প্রমূখ। সভায় দ্বিতীয় অধিবেশন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অশোক তরু দাসের সভাপতিত্বে ৯ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটির নেতৃবৃন্দ সর্ব সম্মতিক্রমে নারায়ন চন্দ্র রায়, কালীপদ ভট্টাচার্য্য, বাদল কৃষ্ণ বনিককে সভাপতি, উত্তম কুমার পাল হিমেলকে সাধারণ সম্পাদক, তনুজ রায়, বিভু আচার্য্য, রতœদীপ দাশ রাজুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখা কার্য্যকরী কমিটি গঠন করা হয়। এছাড়া রঙ্গ লাল রায়, বিধান ধর, প্রধান শিক্ষক বিপুল দেব কে সভাপতি, পৌর কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেবকে সাধারণ সম্পাদক, গৌরমনি সরকার,অরবিন্দু রায়, প্রধান শিক্ষক সজল চন্দ্র দাশকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে পৌর কমিটি গঠন করা হয়।


     এই বিভাগের আরো খবর