,

দাবীকৃত ৫ লক্ষ টাকা দেওয়ার পরও নবীগঞ্জে স্কুলছাত্রকে অপহরণের ৭ দিন পর মূমূর্ষ অবস্থায় উদ্ধার

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে স্কুলছাত্রকে অপহরণের ঘটনায় দাবীকৃত ৫ লক্ষ টাকা দেওয়ার পরও অক্ষত অবস্থায় উদ্ধার করা যায়নি নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামের ছুরুক মিয়ার পুত্র অপহরণকৃত স্কুলছাত্র হোসাইন আহমেদ শায়েক (১৩) কে। অপহরনের ৭ দিন পর গতকাল বুধবার ঢাকা-নারায়নগঞ্জের মধ্যবর্তী স্থান থেকে দূবৃত্তদের কাছে ৫ লক্ষ টাকা দিয়ে মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। অপহরণকৃত স্কুলছাত্র হোসাইন আহমেদের পিতা ছুরুক মিয়ার জানান অপহরণকৃত স্কুলছাত্র হোসাইন আহমেদ শায়েক নবীগঞ্জ শহরতলীর হোমল্যান্ড আইডিয়াল স্কুলের ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থী গত ৮ জুন (বুধবার) সকাল অনুমান ৯ ঘটিকার সময় স্কুলে যাওয়ার সময় বেগমপুর নামক স্থান থেকে বাইসাইকেল যোগে স্কুলে যাওয়ার পথে ৪/৫ জনের একদল দূর্বত্ত তাকে জোরপূর্বক একটি কালো রংয়ের হাইএস গাড়ীতে করে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। দূবৃর্ত্তরা তাকে তুলে নিয়ে গিয়ে তার পিতা ছুরুক মিয়ার মোবাইল নাম্বারে ফোন দিয়ে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে এবং তার পিতা ছুরুক মিয়াকে মোবাইল ফোনে জানায় যদি ২/৩ দিনের মধ্যে তাদের দাবীকৃত ৫ লক্ষ টাকা না দিলে তার ছেলে হোসাইন আহমদকে হত্যা করে লাশ গুম করে ফেলবে। তাদের নিয়মিত হুমকিতে ভীত হেয় তিনি অনেক কষ্টে ধার-দেনা করে ৫ লক্ষ টাকা জোগাড় করে অপহরণকারীদের দিলেও তারা অক্ষত অবস্থায় হোসাইন আহমেদ শায়েক (১৩) কে ফেরত দেয়নি। মূমূর্ষ অবস্থায় ঢাকা-নারায়নগঞ্জ রোডের পাশ থেকে তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর