,

নবীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মতিউর রহমান মুন্না ॥ “কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নবীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় এম আই এস ইউনিট এর আয়োজনে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ক ঘুরে সভা কক্ষে আলোচনা সভায় যোগ দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, ডাঃ নগেন্দ্র কুমার দাশ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প.প কর্মকর্তা শাহাদৎ হোসেন। ইউপি প.প পরিদর্শক মোঃ জুয়েল আহমেদের পরিচালায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ জালাল উদ্দিন, গীতা পাঠ করেন বাংকু সিনটু রায়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার, কর্মচারী উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর