,

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে বাস দুর্ঘটনায় ৩০ যাত্রী আহত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখাল আমতলী নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে মহিলা ও শিশুসহ অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে। এসময় প্রায় ১ ঘন্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলগামী একটি যাত্রীবাহি বাস নং (সিলেট-ব-৪৩৮৮) ওই স্থানে পৌছলে চালক একটি টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আহত যাত্রীদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তখন ওই সড়কে ১ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে সদর থানার এসআই সানা উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে যানবাহন চলাচল স্বাভাবিক করে। আহতরা হল ঃ সহিদ (৩৫), আজিজ (৩০), লায়েছ (১৩), প্রফুল্ল সরকার (৬০), সেলিম (৩০), রুবেল (২৫), তুহিন (১৮), আব্দুল হাই (৪০), ফুল মিয়া (৪০), ছরদ আলী (৩৫), আরজু মিয়া (৩০), হাফিজা (২০), দেলোয়ার (৩৫), ভিক্ষুুক জমিলা খাতুন (৭০), নাঈম (৯), জলিল (৩৪) ও খালেক (৬০)। যাত্রীরা জানান, টমটম সাইড দেয়ার সময় চালক মোবাইল ফোনে কথা বলছিল। বিকালে দমকল বাহিনী দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে নিশ্চিত হয় এতে কেউ নিহত হয়নি। দুর্ঘটনার পরপর চালক পালিয়ে গেছে।


     এই বিভাগের আরো খবর