,

হবিগঞ্জে মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে দিনভর নির্যাতন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার মশাজান গ্রামে মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছের সাথে হাঁত পা বেঁধে দিনভর আটকে রেখে রাতে থানা সোপর্দ করে পালিয়ে গেছেন ইউপি মেম্বার আইয়ূব আলী। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে লস্করপুর ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মশাজান গ্রামের আব্দুল হাশিমের পুত্র হায়দার আলীর বাড়ি থেকে তার একটি মোবাইল চুরি করে নিয়ে যায় সদর উপজেলার আলাপুর গ্রামের শুকুর মিয়ার পুত্র মনির মিয়া (১৩) ও শায়েস্তাগঞ্জ থানার লেঞ্জাপাড়া গ্রামের মৃত বাবুল মিয়ার পুত্র নুর মিয়া (১৫)। তাৎক্ষনিক হায়দর আলী ও তার লোকজন মনিরকে আটক করে ফোনটি উদ্ধার করে। পরে তার কথা অনুযায়ী নুর মিয়াকে আটক করে হায়দার আলীর বাড়িতে নিয়ে আসা হয়। খবর পেয়ে লস্করপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার আইয়ূব আলী ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তার কথা মত হায়দার আলী ও তার লোকজন দুই কিশোরকে বাড়ির পাশে হাত পা রশি দিয়ে একটি গাছের সাথে বেধে রাখেন। দিনভর নির্যাতন করে সন্ধ্যার পর ওই দুই কিশোর অসুস্থ হয়ে পড়লে তাদের পরিবারের লোকদের খবর দেয়া হয়। তারা এসে ওই দুই কিশোরের শারিরীক অবস্থা খারাপ দেখে নিতে অনিহা প্রকাশ করেন। এক পর্যায়ে হায়দার আলী ও ইউপি মেম্বার আইয়ূব আলী নিজেদের রক্ষা করতে রাত সাড়ে ৮টার দিকে দুই কিশোরকে সদর থানায় নিয়ে আসেন। এক পর্যায়ে কৌশলে মেম্বার সটকে পড়েন। এ ঘটনায় পুলিশ দুই কিশোরকে নিয়ে পড়েছে বিপাকে। এ ঘটনা নিয়ে ওই গ্রামে তোলপাড় চলছে। এ ব্যাপারে এসআই মিজানুর রহমান জানান, যাচাই বাছাই করা হচ্ছে। অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর