,

নবীগঞ্জে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে আগুনের চ্যাকা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামে যৌতুকের টাকার জন্য লিপি আক্তার (৩৫) নামের এক গৃহবধুর সারা শরীরে অসংখ্য আগুনের চ্যাকা দিয়ে নির্যাতন করেছে পাষন্ড স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের মৃত রফিক মিয়ার কন্যা। গতকাল সোমবার সকালে এ ঘটনাটি ঘটে। সূত্র জানায়, আজ থেকে ৫ বছর পূর্বে মৌলভীবাজার জেলার সদরে ভোরতলা গ্রামের মৃত আব্দুল মালিকের পুত্র রফিক মিয়ার সাথে লিপির বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুরে ৩টি সন্তান জন্ম গ্রহণ করে। সম্প্রতি লিপি তার স্বামীকে নিয়ে পিত্রালয়ে চলে আসে। স্বামী প্রায়ই “পণের” জন্য মারপিট করে লিপিকে। গতকাল ওই সময় স্বামী টমটম কিনার জন্য লিপির কাছে ১লক্ষ ৩৫ হাজার টাকা “বিয়ের পণ” হিসেবে দাবী করে। টাকা না দেয়ায় লিপির হাত-পা বেধে সারা শরীরে দেয় আগুনের চ্যাক দেয়। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে পাষন্ড স্বামী পালিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে বিকেলে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসক ডাঃ বজলু রহমান জানান, তার শরীরে অসংখ্য আগুনের টুষা রয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।


     এই বিভাগের আরো খবর