,

জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক জাতীয় শোক দিবস উদ্যাপিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব হতো না। এই লাল-সবুজের চমৎকার জাতীয় পতাকা আজ পত পত করে উড়তো না। রবি ঠাকুর’র ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত এবং কাজী নজরুল’র ‘চল চল চল’ রণ সংগীতের মর্যাদা পেতো না। বিশ্বে পরিচিতি লাভ করতে পারতো না বাংলাদেশ ও বাঙালি।’ জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত গতকাল (১৮ আগস্ট ২০১৬খ্রি.) তারিখে বিকেল ৪টায় নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ‘জাতীয় শোক দিবস’র অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী’র সভাপতিত্বে এবং সহ-সভাপতি কবি এম. শহিদুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ গ্রহণ করেন- নবীগঞ্জ জে. কে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতিকবি মোঃ আব্দুস সালাম, রূপসী বাংলা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা কবি কোকিল দাশ, জাতীয় কবিতা মঞ্চ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি বাদল কৃষ্ণ বণিক, জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা প্রধান শিক্ষক ও গীতিকার আলী আমজাদ মিলন, বাংলাদেশ পয়েটস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি নিলুপা ইসলাম নিলু, প্রধান শিক্ষক ও কবি এম. এ. ওয়াহিদ লাভলু, পিপিলিকা সম্পাদক কবি শেখ সাইফুল্লাহ্ রুমী, মোঃ শহীদ মিয়া প্রমুখ। বক্তব্য রাখেন বিবিয়ানা সাহিত্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক এস. এম শাহজাদা, রংধনু সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রাখাল সূত্রধর, জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সুজিত চন্দ্র দাশ, সহ-প্রচার সম্পাদক পল্লব আচার্য্য প্রমুখ। বঙ্গবন্ধু বিষয়ক স্বরচিত কবিতা পাঠে অংশ গ্রহণ করেন ‘বাংলা ভাষা’র সহঃ সম্পাদক নয়ন দাশ, দ্বীপ্ত ঘোষ, আবুল কালাম আজাদ, বাক্য কুমারী স্বর্ণা, কামরুন নাহার নিভা, কিরণ আচার্য্য, রাজন চন্দ্র দাশ, মোঃ সেকুল আহমেদ, কলি চৌধুরী, আরিফ হোসাইন, শাওয়াল, বাদশা, আরিফ, শান্তি আক্তার, মৌরি আক্তার, দ্বীপ্ত ঘোষ প্রমুখ। সভায় কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের বিশেষ বুলেটিন ‘বাংলা ভাষা’র মোড়ক উন্মোচন করা হয়।


     এই বিভাগের আরো খবর