,

মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে ছুরিকাঘাত ও জবাই করে হত্যা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহ পাড়া গ্রামে বিদেশ না নেয়ায় ও পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাত ও জবাই করে মা-মেয়েসহ ৩ জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক আবু তাহেরকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ। তাহের ওই গ্রামের সৈয়দ হোসেনের পুত্র। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহতরা হল, বীরসিংহ পাড়া গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৪৫), তার মেয়ে শারমিন আক্তার (৩০) ও একই গ্রামের আব্দুল আলিমের পুত্র শিমুল মিয়া (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়েন বীরসিংহ পাড়া গ্রামের জাহানারা আক্তারের স্বামী গিয়াস উদ্দিন দীর্ঘদিন যাবত সৌদিতে প্রবাস জীবন যাপন করে আসছেন। সম্প্রতি গিয়াস উদ্দিনের ভাই আবু তাহের বিদেশ যাওয়ার জন্য তার ভাবী জাহানারার কাছে টাকা পয়সা দেন। এ ছাড়াও তাদের মধ্যে দীর্ঘদিন যাবত পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি ফের টাকা পয়সা নেয়ার পরও জাহানারা ও তার স্বামী গিয়াস উদ্দিন আবু তাহেরকে বিদেশ না নেয়ায় সে ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ নিয়ে আবু তাহেরের সাথে জাহানারার বাক-বিতন্ডা হয়। এক পযায়ে আবু তাহের উত্তেজিত হয়ে জাহানারা ও তার মেয়ে শারমিন আক্তারকে ঘরে প্রবেশ করে উপর্যপুরি ছুরিকাঘাত ও জবাই করে হত্যা করে। এসময় শিমুল মিয়া নামে এক যুবক দেখে ফেললে তাকেও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এদিকে, গুরুতর আহত অবস্থায় জাহানারার ছেলে সুজাত মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাতে তার অপারেশন করা হয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘাতক তাহের উদ্দিনকে আটক করেছে এবং নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর