,

কুর্শি ইউপি আওয়ামীলীগের শোক সভায় ডাঃ মুশফিক- বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকার কাজ করে যাচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধুর ৪১ তম শাহদাত বার্ষিকী উপলক্ষে কুর্শি ইউপি আওয়ামীলীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহষ্পতিবার কুর্শি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উক্ত শোকসভা অনুষ্ঠিত হয়। ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ নূর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল আহসান চৌধুরী’র পরিচালনায় শোক সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউপির চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজাহিদ আহমেদ, কুর্শি ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলী আহমদ মুছা, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক উজ্জল আলী সর্দার, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ জীবন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কুর্শি ইউপি আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহিতুর রহমান, আওয়ামীলীগের নয়মৌজা আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি চুনু মিয়া মেম্বার, কুর্শি ইউপি শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন কুর্শি ইউপি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ইউপি মেম্বার আলমগীর খাঁন, গীতা পাঠ করেন অমলেন্দু সূত্রধর। শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা আবারো মাথাচারা দিয়ে উঠেছে। তারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করছে। তাদের রুখতে হবে।


     এই বিভাগের আরো খবর