,

হবিগঞ্জে পুবালী ব্যাংকের বুথ থেকে গার্ডের লাশ উদ্ধার

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় পুবালী ব্যাংকের প্রধান শাখার এটিএম বুথ থেকে আব্দুল হক (৪০) নামের এক গার্ডের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে শহরের উমেদনগর পুর্বহাটি গ্রামের মৃত আতর আলীর পুত্র। গতকাল রবিবার বিকাল ৩টার সময় সদর থানার ওসি ইয়াসিনুল হকের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, আব্দুল হক সকাল ৮টায় এটিএম বুথে আসে এবং দায়িত্ব পালন করে। দুপুর ১টার সময় পাশের একটি দোকানে তাকে চা খেতে দেখেন তারা। এর কিছুক্ষন পর একজন গ্রাহক এটিএম বুথে প্রবেশ করে চিৎকার দিয়ে বেরিয়ে আসেন এবং স্থানীয় ব্যবসায়ীদের জানালে ব্যবসায়ীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ওসি ও সহকারি পুলিশ সুপার রাশেদুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন। লাশের হাত ও পা বাকা ছিল। এ খবর শহরে ছড়িয়ে পড়লে শত শত মানুষ পুবালী ব্যাংকের কাছে ভিড় জমায়। এ সময় ওই এলাকায় যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে আব্দুল হকের স্বজনরাও ছুটে আসেন। আব্দুল হকের বড় ভাই আব্দুল গণি আক্ষেপ করে জানান, তার বাড়িতে ৩টি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তাদের ঈদের কাপড় কিনে দেয়ার কথা ছিল গতকাল বিকালে। তার মৃত্যুতে কাউকে অভিযুক্ত করেননি। তারা লাশ ময়নাতদন্ত ছাড়া নিতে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। আব্দুল হকের সহকর্মীরা জানান, সে দীর্ঘদিন ধরে কাজ করছে সে ভাল লোক ছিল। আমাদের জানা মতে তার কোন শক্র নেই। ওসি ইয়াসিনুল হক জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। সদর হাসপাতালের ডাক্তার মিঠুন রায় জানান, হাত পা বাকা। স্টোক করে বা বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেলে এমন হয়। তবে ময়নাতদন্ত ছাড়া কিভাবে মারা গেছে বলা সম্ভব নয়। অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে। এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুটি কেউই মেনে নিতে পারছেন না। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি মর্গে রয়েছে।


     এই বিভাগের আরো খবর