,

নবীগঞ্জে তন্নী হত্যার প্রতিবাদে মানববন্ধন : হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ার

জসিম তালুকদার ॥ নবীগঞ্জে কলেজ ছাত্রী তন্নী হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে নবীগঞ্জ পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শিক্ষক বিপুল চন্দ্র দেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রানেশ দেবের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক বিকাশ রায়, পৌর প্যানেল মেয়র এটিএম সালাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, যুগ্ম সম্পাদক গৌতম কুমার রায়, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভপতি এম.এ আহমদ আজাদ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, আওয়ামীলীগ নেতা আনসার উদ্দিন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর, ধনঞ্জয় দেবনাথ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, মহিলা কাউন্সিলর মোছাঃ রুখেয়া বেগম, নবীগঞ্জ প্রেসক্লাবের অফিস সম্পাদক মতিউর রহমান মুন্না, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ পৌর কমিটির সভাপতি ৩ গৌরমনি সরকার, সাংগঠনিক সম্পাদক শিলাপদ দাশ, রান্টু চক্রবর্তী, পান্ডব দেব, জাহাঙ্গীর বখ্ত, বিশিষ্ঠ ব্যবসায়ী স্বপন বিশ্বাস, বিপুল দাশ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা তন্নী হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়ে বলেন, যদি হত্যার রহস্য উম্মোচন না হয় তাহলে নবীগঞ্জকে অচল করে দেয়া হবে। উল্লেখ্য, নবীগঞ্জে কলেজ ছাত্রী তন্নী রায় (১৮) এর লাশ উদ্ধারের ৬ দিন অতিবাহিত হলেও কোন আসামী গ্রেফতার হয়নি এবং হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনে কোন কিনারা খুঁজে পায়নি পুলিশ। এনিয়ে তন্নীর পরিবার ও আত্মীয়স্বজনদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ উৎকন্ঠা।


     এই বিভাগের আরো খবর