,

নবীগঞ্জে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত : তন্নীর ঘাতকরা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ

জসিম তালুকদার ॥ নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির সভা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবীগঞ্জ উপজেলাকে বাল্য বিবাহ, জঙ্গিবাদ, ইয়াবা, মাদকমুক্ত রাখার উপর গুরুত্বারোপ করা হয়। সভায় তন্নী হত্যার ঘাতকরা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তন্নী হত্যার সাথে জড়িতেদের গ্রেফতার করতে পুলিশ প্রশাসনকে আহবান জানানো হয়। করগাঁও ইউনিয়নের রিয়াজত তালুকদার খুনের ঘটনা সহ জুয়ারী-চোর মাদকসেবীদের নিয়ে আলোচনা করা হয়। আসন্ন দূর্গা পূজায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ এবং নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর নির্দেশনা প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক, উপজেলা জাতীয় পার্টি আহবায়ক ডাঃ আবুল খয়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, চেয়ারম্যান সত্যজিৎ দাশ, আশিক মিয়া, বজলুর রশীদ, মোঃ হারুন মিয়া, আলী আহমদ মুছা, জাবেদুল আলম চৌধুরী সাজু, আবু সিদ্দিক, এড.মাসুম আহমদ জাবেদ, মোঃ নজরুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা খাদিজা ইসলাম, নবীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম ভজন কুমার বর্মন প্রমূখ।


     এই বিভাগের আরো খবর