,

গুণীজনদের সম্মান না করলে গুণীজন সৃষ্টি হবে না -এমপি মুনিম চৌধুরী বাবু

সংবাদদাতা ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বার্ষিক শারদ সংকলন “আনন্দময়ীর আগমনে” এর ৫ম বর্ষ সংখ্যার মোড়ক উন্মোচন এবং গুণীজনদের “শারদ সম্মাননা” প্রদান অনুষ্ঠান গতকাল বিকাল ৪ ঘটিকায় নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় অনুষ্ঠিত হয়। নবীগঞ্জের সাহিত্য সংগঠন “কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ” কর্তৃক আয়োজিত মোড়ক উন্মোচন এবং “শারদ সম্মাননা” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সদস্য সদস্য এম.এ.মুনিম চৌধুরী বাবু। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন গুণীজনদের সম্মান না করলে গুণীজন সৃষ্টি হবে না। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের গুণীজনদের আদর্শ অনুসরন করতে হবে। সংগঠনের সভাপতি রতœদীপ দাস রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকান্ত দাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এইচ.ও. ডাঃ রথীন্দ্র চন্দ দেব, সহকারী পুলিশ সুপার সুভাষীশ ধর, ১নং ইউপির সাবেক চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের হিসাবরক্ষক ভানুজয় দাশ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. গতি গোবিন্দ দাশ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র দাশ, মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, হিন্দু-বৌদ্ধ-খিষ্ট্রান ঐক্য পরিষদ নবীগঞ্জ পৌর কমিটির সভাপতি বিপুল চন্দ্র দেব, সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, কর্ণমনি দাশ, শিক্ষক শিলাপদ দাশ, মেম্বার সুজিত দাশ, মেম্বার ফণিভূষন দাশ, সাবেক মেম্বার বিকাশ দত্ত রায়, মেডিকেল টেকনেশিয়ান অজিত কুমার দাশ, জেলা যুব সংহতি নেতা নিউটন সূত্রধর, তনুজ রায়, পরেশ চন্দ্র দাশ, “কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ” এর সহ-সভাপতি কংকন কুমার দাশ, অনুপ দাশ, প্রভাষ চন্দ্র দাশ টিটু, সুহেল কান্তি পাল, যুগ্ম সাধারণ সম্পাদক রাজেশ দাশ, সুভন দাশ, সাংগঠনিক সম্পাদক শংকর পাল, শংকর রায়, তথ্য ও গবেষণা সম্পাদক প্রণয় দাশ, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক প্রদীপ চন্দ্র দাশ পল্টু, সেমিনার বিষয়ক সম্পাদক সবুজ দাশ, নির্বাহী সদস্য লিটন দেব ও রতেœশ্বর দাস রামু প্রমুখ। অনুষ্ঠানে নবীগঞ্জের ৫১ জন বিশিষ্ট ব্যক্তিকে “শারদ সম্মাননা” প্রদান করা হয়। সম্মাননা গ্রহণ করেন অধ্যাপক যতীন্দ্র চন্দ্র দাশ সামন্ত, প্রদীপ চন্দ্র দাশ, নারায়ন চন্দ্র রায়, কালীপদ ভট্টাচার্য্য, কবি পৃথ্বিশ চক্রবর্ত্তী প্রমুখ।


     এই বিভাগের আরো খবর