,

নবীগঞ্জে বস্ত্রবিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলমগীর –অর্থ থাকলেই সবাই দান করতে পারে না দান করার জন্য উদার মনের প্রয়োজন

উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, শুধু অর্থ থাকলেই সবাই দান করতে পারে না। দান করার জন্য উদার মনের প্রয়োজন। শারদীয় দূর্গাপূজায় গরীব-দুঃস্থ মহিলাদের মধ্যে শাড়ী বিতরণ করে নবীগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এক মহতী কাজ করেছে। এই ধারা অব্যাহত থাকলে সমাজের অন্যান্য মানুষ দান করতে আগ্রহী হবে। তিনি গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ পৌর শাখার উদ্যোগে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে গরীব-দুঃস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ পৌর শাখার সভাপতি বিপুল চন্দ্র দেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেবের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা হীরেন্দ্র দত্ত চৌধুরী, নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়া কমিটির সভাপতি সুবিনয় কর, নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বিকাশ রায়, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, যুগ্ম সম্পাদক গৌতম কুমার রায়, বিজয় রায়, সুবিনয় পুরকায়স্থ। বক্তব্য রাখেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ পৌর শাখার সভাপতি (২) অরবিন্দু রায়, সভাপতি (৩) গৌরমনি সরকার, সাংগঠনিক সম্পাদক শিক্ষক শিলাপদ দাশ, সাংগঠনিক সম্পাদক অনজিত দাশ, আইন বিষয়ক সম্পাদক শুভন দাশ, প্রচার সম্পাদক পংকজ চক্রবর্ত্তী, বিপুল দাশ, নয়ন পাল, প্রিটুল দাশ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড কমিটির সভাপতি পিযুষ দাশ, সভাপতি ২ বাবুল দেব, সভাপতি ৩ মিঠু শীল, সাধারন সম্পাদক বাবলু দাশ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, বর্তমান সরকার দেশে ধর্মীয় সম্প্রতি রক্ষায় বদ্ধ পরিকর। তাই নবীগঞ্জ উপজেলার ৮৮ টি পূজা মন্ডপে সাড়ম্বরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসময় তিনি উপজেলা পরিষদের পক্ষ থেকে নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় অতিথিশালার জন্য দ্বিতল ভবন নির্মান কাজের সহযোগীতা আশ্বাস দেন।


     এই বিভাগের আরো খবর