,

মাধবপুরে পারাবত ট্রেনে আগুন : ১০ ঘন্টা যোগাযোগ বিচ্ছিন্ন ॥ তদন্ত কমিটি গঠন

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নয়াপাড়া রেল স্টেশনের অদুরে আউটার সিগন্যালে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে লাইনচ্যুত হয়ে আগুন লেগে যাওয়ার ফলে সারাদেশের সাথে ১০ ঘন্টা যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এরে কয়ে ট্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার সময় ট্রেন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। আহত অবস্থায় তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। দুর্ঘটনার কারন জানতে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেসটি সকাল ১০টার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশসে আসার পর ৩টি বগি লাইনচ্যুত হয়ে ইঞ্জিনে আগুল ধরে যায়। ট্রেনে আগুন ধরার সময় ট্রেনথেকে নামতে গিয়ে অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে মাধবপুর, শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনলেও দুপুর ২টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। রাত ৮টার দিকে উদ্ধার কাজ শেষে হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেন চালক আবুল কালাম জানান, নয়াপড়া রেল স্টেশনে দাড়ানোর জন্য লোভ লাইন দিয়ে ঢুকতে ছিলাম। হঠাত করে বিকট শব্দে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ইঞ্জিনে আগুন ধরে যায়। কোন রকমে ট্রেন নিয়ন্ত্রনে আনি। ধারনা করা হচ্ছে লাইনে কোন ক্রটি ছিল। যে কারনে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের এটেনড্যান্স মাহফুজুল ইসলাম জানান, হঠাৎ বিকট শব্দে পেয়ে বগির দরজা খুলে দেখতে পাই ইঞ্জিন সহ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে ইঞ্জিনে আগুন ধরে গেছে। ফায়ার বক্স দিয়ে বগির আগুন নেভাতে চেষ্টা করি। তবে ট্রেনের গতি একটু বেশি ছিল। দ্রুত গতির ট্রেন সামনের স্টেশনে চালক তরিগড়ি করে থামাতে গিয়ে এমন ঘটনা ঘটতে পারে। ট্রেনের যাত্রী আহত বাপ্পি জানান, ট্রেনটি ঢাকা থেকে ছাড়ার পর থেকেই ডান দিক দিয়ে হেলে ছিল। নয়াপাড়া রেল স্টেশনের আসার আগে ট্রেনটি ব্রেক ধরছিল না। ডানদিকে হেলে পড়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ করে আগুন ধরে যায়। তাড়াহুড়া করে নামতে গিয়ে অনেক যাত্রী আহত হয়। স্টেশন মাস্টার আবু সাঈদ জানান, আউটার সিগন্যালে রেল দূর্ঘটনায় ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে। ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। দূর্ঘটনার কবলে পরে এবং তাড়াগুড়া করে নামতে গিয়ে ১৫/২০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মাধবপুর সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ট্রেন দূর্ঘটনার কারনে জয়ন্তিকা, পাহাড়িকা সহ বিভিন্ন লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। মাধবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সৈয়দ আসাদুজ্জামান জানান, কি পরিমান ক্ষয় ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হই। এদিকে ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমরান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা ঘটনাস্থল পরিদশন করেন। অপর দিকে দুর্ঘটনার অনুসন্ধান করতে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বিভাগীয় পরিবহন কর্মকর্তা মাহবুবুর রহমানকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মোফাজ্জল হোসেন তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন।


     এই বিভাগের আরো খবর