,

কুর্শি ইউপির ৬নং ওয়ার্ড জাতীয় যুব সংহতির পরিচিতি সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ৬নং ওয়ার্ড জাতীয় যুব সংহতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকালে স্থানীয় দুর্লভপুর বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুর্শি ইউপি জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ইউপি মেম্বার শাহ্ ফারছু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজল হোসেন এবং যুব সংহতি নেতা শেখ সোহেল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সমন্বয়কারী এমপি মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ্ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ শামছুল ইসলাম, জেলা যুবসংহতির যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ হোসেন সুমন, উপজেলা যুবসংহির আহবায়ক নুরুল আমিন পাঠান ফুল মিয়া, যুগ্ম আহবায়ক মোজাহিদ ইসলাম শাহীন, যুব সংহতি নেতা নিউটন সূত্রধর, দুর্লভপুর মাদ্রাসা সুপার মাওঃ মহিউদ্দিন আহমদ, সংশ্লিষ্ঠ ওয়ার্ড মেম্বার শাহ্ সুজন মিয়া, ইউপি সদস্যা শাহ্ সুরাইয়া বক্স। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এনাম মিয়া ও স্বাগত বক্তব্য রাখেন যুবসংহতি নেতা জাবেদ মিয়া। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবসংহতির যুগ্ম আহবায়ক আক্কাস মিয়া চৌধুরী, যুবসংহতি নেতা সাইফুল ইসলাম খোকা, আব্দুল কাহারসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় ৬নং ওয়ার্ড যুবসংহতির সভাপতি আবুল বশর শিপন, সহ-সভাপতি আইয়ুব উদ্দিন, সাধারণ সম্পাদক আহমদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস মিয়াসহ ২১ সদস্য বিশিষ্ঠ কমিটির পরিচয় পেশ করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু দুর্লভপুর প্রাইমারী স্কুলের মাঠ ভরাটে ৩০ হাজার টাকার অনুদান ও বিদ্যালয়ের উন্নয়নে ৩ বান্ডিল টিন ও দুর্লভপুর গ্রামের পূর্বের রাস্তা সহ হৈবতপুর গ্রামের রাস্তা নির্মাণের প্রতিশ্র“তি দেন। এমপি মুনিম চৌধুরী বাবু আরো বলেন, পর্যায়েক্রমে সংশ্লিষ্ঠ এলাকার সার্বিক উন্নয়নে আমার প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর