,

চিকিৎসাসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সময় ডেস্ক ॥ চিকিৎসাসেবায় সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সকালে রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) এর ১৩তম সমাবর্তনে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, চিকিৎসা খাতে আমাদের সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের সুফল ইতোমধ্যে জনগণ ভোগ করছে। কারণ আমরাই জনগণকে বিনা পয়সায় সেবা ও ওষুধ দিচ্ছি। বিশেষ করে গ্রাম, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে আমরা চিকিৎসাসেবা নিশ্চিত করেছি। সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। তারা হাসপাতালে এম্বুলেন্স দিতে পারেন। প্রয়োজনে নিজেদের নামে ওয়ার্ডও প্রতিষ্ঠা করতে পারেন। এসময় প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকারের উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী।


     এই বিভাগের আরো খবর