,

মুক্তিযোদ্ধের সাব সেক্টর কমান্ডার এমপি মাহবুবুর চৌধুরী সাদীর স্মরণে লন্ডনে শোক

লন্ডন প্রতিনিধি ॥ পূর্ব লন্ডনের গ্রেটরেক্স ষ্ট্রীট এ দি বিজনেস ডেভলপমেন্ট সেন্টারে মহান মুক্তিযোদ্ধের সাব সেক্টর কমান্ডার বীর মুক্তযোদ্ধা দেওয়ান মাহবুবুর চৌধুরী সাদীর স্মরণে শোক ও আলোচনা সভার আয়োজন করে, “মুক্তিযোদ্ধার স্মৃতিরক্ষা সংসদ ইউকে” এতে বক্তারা উনার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং শোক প্রকাশ করেন। মোঃ আজিজ চৌধুরীর সভাপতিত্বে লন্ডনে প্রগতিশীল লেখক ও সাবেক মেধাবী ছাত্রনেতা মোঃ মাসুদ রানার সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ ডিষ্ট্রীক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি, মুক্তিযোদ্ধা এম.এ আজিজ, ড. এস এম ইলিয়াছ, শিব্বীর আহমেদ, মুক্তিযোদ্ধা আবুল কাসেম খান, মুক্তিযোদ্ধা আমান উদ্দিন, মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, সৈয়দ আব্দুল মাবুদ, শহিদুল আলম চৌধুরী বাচ্চু, মারুফ চৌধুরী, এ রহমান অলি, শাহ এম রহমান বেলাল, মোঃ খায়রুজ্জামান সানি, নুরুল আমিন, মাওলানা বদরোদ্দোজা চৌধুরী শামীম, বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহ শহীদ আলী, মোঃ মাসুদ আহমেদ প্রমুখ। বক্তারা মুক্তিযোদ্ধ ও বাংলাদেশ এর অনেক ইতিহাস ঐতিহ্য নিয়ে অনেকে অনেক রকম মতামত ব্যক্ত করেন। জাতির সূর্য্য সন্তান মুক্তিযোদ্ধারা বিভিন্ন ভাবে অবহেলিত এবং নিগৃহীত। কেবলমাত্র মৃত্যুর পর মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানো হয়, জীবদ্দশায় কত মুক্তিযোদ্ধা না খেয়ে না পড়ে জীবনযাপন করে তার খোজখবর কেউ রাখেনা। মুক্তিযোদ্ধাদের সঠিক ভাবে মূল্যায়ন করার জন্য বিলেতে অবস্থানরত মুক্তিযোদ্ধারা বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবী জানান।


     এই বিভাগের আরো খবর