,

চুনারুঘাটে বিষপানে স্বামী-স্ত্রী’র আত্মহত্যা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার লালচাঁন্দ চা বাগানে পারিবারিক কলহের জের ধরে বিষপানে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। মৃত অমৃত মুন্ডার ভাই স্বপন মুন্ডা জানান, ৮ বছর আগে একই গ্রামের মৃত বেন্ডা মুন্ডার কন্যা জবা মুন্ডা (২৮) কে একই গ্রামের কার্তিক মুন্ডার পুত্র অমৃত মুন্ডা (৩৫) বিয়ে করে। দাম্পত্য জীবনে তাদের কোলজুড়ে দুইটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। বিয়ের পর বেশ কয়েক বছর তাদের দাম্পত্য জীবন সুখে কাটে। সন্তানরা বড় হলে সংসারের খরচ বেড়ে যায়। এতে তাদের সংসারে অভাব অনটন দেখা দেয়। এ নিয়ে প্রায়ই স্বামী ও স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ হত। গতকাল সকাল ৮টার দিকে দুইজনের মাঝে একই বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে দুইজনই বিষপান করে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় এবং বিষপান করে। বিষপানের পর ঘটনাস্থলেই অমৃত মুন্ডা মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরিবারের লোকজন জবা মুন্ডাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জবা মুন্ডা মারা যায়। অমৃত মুন্ডার লাশ চুনারুঘাট থানার এসআই আতাউর রহমান ছুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে জবা মুন্ডার লাশ সদর থানার এসআই মিজানুর রহমানসহ একদল মহিলা পুলিশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন। তবে ময়না তদন্তের প্রতিবেদন ছাড়া এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।


     এই বিভাগের আরো খবর