,

নবীগঞ্জে জ্যোৎস্না হত্যা মামলায় কাউন্সিলর জাকির গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে চাঞ্চল্যকর হবিগঞ্জের উচাইল গ্রামের জ্যোৎস্না বেগমের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ পৌরসভা কার্যালয় এর সামন থেকে পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। জাকির নবীগঞ্জ উপজেলার গন্ধা গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র। পরে বিকালে নবীগঞ্জ থানায় হস্থান্তর করা হয়েছে। খবর পেয়ে পৌর পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও এলাকার শত শত মানুষ তাকে এক নজর দেখার জন্য থানায় ভিড় করেন। জাকিরকে গ্রেফতার করার খবরে এলাকার শত শত মানুষ থানায় ভীর জমান। স্থানীয় সুত্রে জানাযায়, ২০১৪ সালের ১০ই ডিসেম্বর হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের জোৎস্না বেগম এর মৃতদেহ অজ্ঞাতনামা পরিচয়ে নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা গ্রামের সাবেক কাউন্সিলর মোঃ মিজানের বাড়ির দেয়ালের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে থানা পুলিশ। ঘটনার শুরু থেকেই ধারনা করা হয় আনসার ভিডিপি কর্মী জ্যোৎস্নাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় নিহত জ্যোৎস্নার ভাই রজব আলী ফকির সাবেক কাউন্সিলর মিজানুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। মামলায় অপর অভিযুক্তরা ছিলেন ড্রাইভার সাইফুর, মান্দারকান্দি ইউনিয়নের রানীগাওয়ের জায়েদা বেগম, লাখাই উপজলোর মাহফুজ এবং হবিগঞ্জ সদর উপজলোর বাটপাড়া গ্রামের আব্দুল মালিক। ঘটনার পর পরই নবীগঞ্জ থানা পুলিশ রহস্য উদঘাটনে তদন্তে নামে। এক পর্যায়ে মামলাটি তদন্তের জন্য ন্যাস্ত হয় হবিগঞ্জের ডিবি পুলিশের কাছে। তদন্তকালে ডিবি পুলিশ মৃত জ্যোৎস্নার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে সাকুয়া বাজার এলাকা থেকে। গ্রেফতার করা হয় আলোচিত মাহফুজসহ কয়েকজনকে। শেষে ডিবির ওসি মোঃ আব্দুল মুক্তাদির আদালতে চার্জশিট দাখিল করেন। উক্ত চার্জশিটে মামলায় এফ,আই,আর ভুক্ত আসামী সাবেক কাউন্সিলর মিজানসহ কয়েকজন’কে বাদ দিয়ে বর্তমান কাউন্সিলর জাকির হোসেনসহ নতুন কয়েক’জনকে সংযুক্তি করা হয়। নিম্ন আদালত চার্জশিট গ্রহন করে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা দাখিল করেন। এ ব্যাপারে মামলার বাদী উচ্চ আদালতে নারাজি দিলে বিজ্ঞ জেলা ও দায়রা জজ তা গ্রহন করে পুনরায় তদন্তের জন্য আদেশ দেন। এ অবস্থায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কাউন্সিলর জাকিরকে পৌরসভা কার্যালয় সামন থেকে আটক করে র‌্যাব-৯। এর আগে একই মামলায় পুলিশ গ্রেফতার করেছিল (কানা) আকবর আলীকে। উল্লেখ্য, গত ২১ মার্চ তাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা ইস্যু হয়। মামলার প্রেক্ষিতে কাউন্সিলর জাকিরকে কিছুদিনের জন্য সাময়িক বহিস্কার করে স্থানীয় সরকার বিভাগ।


     এই বিভাগের আরো খবর