,

ব্যক্তিত্বকে গড়ে ‘একাকিত্ব’

সময় ডেস্ক ॥ একাকিত্বে কোন ব্যক্তির সঙ্গী হয়ে উঠে ব্যক্তি নিজেই। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষদের আরও বেশি বেশি একাকিত্ব প্রয়োজন। সম্প্রতি এক গবেষণায় এমন উপদেশই উঠে এসেছে। এটা অস্বীকার করার কোন উপায় নেই যে মানুষ সামাজিক জীব। কিন্তু যদি বলা হয়, সামাজিকীকরণ মানুষকে সুখী করে, তবে এর বিরুদ্ধে আপনারও কিছু দ্বিমত থাকতে পারে যদি আপনি গভীর চিন্তাশীল হন। সিঙ্গাপুর ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অব ইকোনমিক এন্ড পলিটিক্যাল সায়েন্সের ক্রমবিকাশ সম্পর্কীয় একদল মনোবিদ সম্প্রতি ১৫ হাজার প্রাপ্ত বয়ষ্কের উপর একটি গবেষণা জরিপ চালিয়ে নতুন এক সিদ্ধান্তে এসেছেন। তাদের মতে, গড়পরতা সাধারণ মানুষ যখন অন্যান্য মানুষের সঙ্গে সময় কাটায় তখন তাদের অনেক সুখী দেখায়। কিন্তু প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের ক্ষেত্রে এই ব্যাপারটি ঠিক তার উল্টো। গবেষণা বলছে, অভিব্যাক্তিজনিত কারণেই এমনটি হয়ে থাকে। স্মার্ট কিংবা ব্যাক্তিত্ব সম্পন্ন মানুষেরা আধুনিক পৃথিবীর যে কোন পরিবেশের সঙ্গেই নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। এজন্য তাদের খাদ্য এবং আশ্রয় দেওয়ার মতো কারো সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক না থাকলেও চলে। সাধারণ সামাজিক মানুষের চেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষেরা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে অনেক বেশি সময় ব্যায় করে। তবে গবেষণাটি আরও দেখেছে, অধিক বুদ্ধিমান মানুষেরা তাদের জীবন নিয়ে খুব বেশি তৃপ্ত থাকেনা। বন্ধুদের সঙ্গে সময় কাটানো অবস্থায় তাদের প্রায় সময়ই অসুখী দেখায়।


     এই বিভাগের আরো খবর