,

বানিয়াচংয়ে দুই মহল্লাবাসির সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু ॥ এলাকায় উত্তেজনা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দুই মহল্লাবাসীর সংঘর্ষে আহত আক্তার হোসেন (২৫) এর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মারা যান। তিনি উপজেলা সদর তকবাজখানী মহল্লার মৃত রজব আলী মিয়ার পুত্র। তার মাথার একপাশে টেটাবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় আক্তার হোসেনকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত ডাক্তার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে আক্তার হোসেন। এ ঘটনায় তকবাজখানী ও মিনাট মহল্লাবাসির মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অমূল্য কুমার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। গত ৪ ডিসেম্বর ফুটবল খেলা নিয়ে তকবাজখানী ও মিনাট মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের পুলিশসহ প্রায় শতাধিক লোক আহত হয় ।


     এই বিভাগের আরো খবর