,

বুদ্ধির আছে ৯ ধরন!

সময় ডেস্ক : প্রতিটি মানুষ আলাদা চরিত্রের অধিকারী। সবাই নিজের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা, জীবন দর্শন, আচার আচরণ দ্বারা নিজের ব্যক্তিমত্তা প্রকাশ করে। আমাদের সবার রয়েছে ভিন্ন বুদ্ধিমত্তা। মানুষের মাঝের ৯ ধরনের বুদ্ধিমত্তার বিকাশ দেখা যায়। ১। প্রকৃতিবাদী : প্রকৃতিবাদী মানুষ প্রতিটি জীবের গুরুত্ব বোঝেন এবং প্রকৃতি সম্পর্কে ভালো জানেন। ২। সঙ্গীতপ্রেমী : সঙ্গীতপ্রেমী মানুষ শব্দের সূক্ষ্ম বিষয় যেমন সুর, ছন্দ, তাল ও মাত্রা আলাদা করে বুঝতে পারেন। ৩। যুক্তিবাদী : যুক্তিবাদীরা সবকিছুর যুক্তি বোঝার চেষ্টা করেন, এবং তার গাণিতিক ব্যাখ্যা বের করেন। ৪। অস্তিত্ববাদী : অস্তিত্ববাদী মানুষ সবসময় আমরা কেন বেঁচে আছি বা আমরা কেন মারা যাই এমন প্রশ্নের উত্তর খোঁজেন। ৫। সামাজিক : এ ধরনের ব্যক্তি অন্যের অনুভূতি এবং উদ্দেশ্য বুঝতে পারেন। ৬। শারীরতাত্ত্বিক এ ধরনের মানুষ নিজের মন ও শরীরের মাঝে সংযোগ স্থাপন করেন। ৭। ভাষাবিদ : ভাষাবিদরা সাধারণত কোন কিছু বোঝানোর জন্য সঠিক ভাষা বা শব্দ খুঁজে বের করেন। ৮। আত্মকেন্দ্রিক : আত্মকেন্দ্রিক মানুষজন সাধারণত অন্যকে ভালো বুঝতে পারেন যেমন, কারো অনুভূতি বা কারো চাওয়া। ৯। ভ্রমণপ্রেমী : ভ্রমণপ্রেমীদের দৃষ্টিভঙ্গি অন্যদের থেকে আলাদা হয়। এরা দুনিয়াটাকে অন্য চোখে দেখতে জানেন এবং জীবনকে উপভোগ করার নতুন নতুন আইডিয়া আবিষ্কার করেন তারা।


     এই বিভাগের আরো খবর