,

অসহায় মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান শীতার্থ মানুষের পাশে জেলা প্রশাসক সাবিনা আলম

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, নতুন বছরের আনন্দকে ভাগাভাগি করতে একটি কম্বল দিয়েও একজন শীতার্থ অসহায় দরিদ্র মানুষকে সাহায্য করা যায়। অসহায় দরিদ্র মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়ানোর মধ্য দিয়ে নতুন বছরে সুচনা করল হবিগঞ্জ জেলা প্রশাসন। তিনি শীতার্থ অসহায় দরিদ্র মানুষের পাশে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। তিনি গতকাল শনিবার রাত ১১টায় শায়েস্তাগঞ্জ রেল জংশনে শীতার্থ অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণকালে এসব কথা বলেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ডিডি এলজি মোঃ শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রোকন উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তা সদর উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল,শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়া প্রমূখ। ত্রান মন্ত্রনালয় থেকে শীতার্থদের জন্য ৩১ হাজার কম্বলের মধ্যে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে ঐসব কম্বল বিতরন করা হবে।


     এই বিভাগের আরো খবর