,

চুনারুঘাটে সীমান্তে ঘর থেকে ধরে নিয়ে যুবককে অমানুষিক নির্যাতন করেছে বিজিবি

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাট বাল­া সীমান্তের বিজিবি কর্তৃক এক মুক্তিযোদ্ধার ছেলেকে ঘর থেকে ধরে এনে রশি দিয়ে বেধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বিজিবির বেধড়ক পিটুটিতে আহত যুবক মোঃ সুরুজ আলী (৩০) কে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সে গাজীপুর ইউনিয়নের টেকেরগাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীর পুত্র। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গতকাল রবিবার দুপুরে সীমান্তের টিলা বাড়িতে পরিত্যক্ত অবস্থায় কিছু মাদক পাওয়া যায়। মাদকগুলো উদ্ধার করে সুবেদার আজিজ ক্যাম্পে আসছিলেন। এ সময় বিজিবির লাইনম্যান শহীদ মদগুলো সুরুজ আলীর বলে দাবি করেন। এ কারণে সুবেদার আজিজ সুরুজ আলীর বাড়িতে প্রবেশ করে আরো মদ আছে কিনা তল­াশি করেন। এ নিয়ে বিজিবির সদস্যদের সাথে সুরুজ আলীর বাকবিতন্ডা সৃষ্ঠি হয়। এক পর্যায়ে বিজিবির সদস্য উত্তেজিত হয়ে সুরুজ আলীকে বেধে ক্যাম্পে নিয়ে আসেন। পরে তার উপর চালানো হয় অমানুষিক নির্যাতন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্দ হয়ে উঠে স্থানীয় লোকজন। পরে এলাকাবাসি বিষয়টি বিজিবির সিও কর্নেল সাজ্জাত হোসেন এর সাথে আলোচনা করে। পরে মুচলেকা রেখে সুরুজ আলীকে ছেড়ে দেয় বিজিবি। এ ব্যাপারে সুবেদার আজিজ বলেন, সন্দেহ মুলক তাকে আটক করা হয়েছিল। এ ব্যাপারে বিজিবির ৫৫ ব্যাটলিয়ানের সিও কর্নেল সাজ্জাদ হোসেন দুঃখ প্রকাশ করে বলেন, এটা অনাখাঙ্গিত ঘটনা। ইতিমধ্যেই সুবেদার আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


     এই বিভাগের আরো খবর