,

ফেসবুকে পরিচয়-প্রেম অতঃপর পালিয়ে বিয়ে : হবিগঞ্জের আমেরিকা প্রবাসী প্রেমিক জুটির দিনভর হাজতবাস

হবিগঞ্জ প্রতিনিধি ॥ ভালবেসে বিয়ে করেও সংসার করা হল না শহরের শায়েস্তানগর এলাকার আমেরিকা প্রবাসি এক যুবকের। পরিবারের অমতে বিয়ে করায় প্রেমিকাসহ ওই যুবককে যেতে হল থানা হাজতে। পুলিশ সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার আমুরোড গ্রামের বাসিন্দা আমেরিকায় দুর্বৃত্তদের হাতে নিহত মরহুম ইমাম আলা উদ্দিন আখঞ্জির পুত্র আমেরিকা প্রবাসি তাজ উদ্দিন আহমেদ আখঞ্জি (২২) এর সাথে এক বছর আগে ফেসবুকে পরিচয় হয় শহরের শায়েস্তানগর পইল সড়কের বাসিন্দা জান্নাতুল ফেরদৌস তন্নীর (২০)। ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে চলতে থাকে একে অপরের ঘনিষ্ঠতা। এক পর্যায়ে তন্নী প্রেমিক তাজকে জানায়, তার পরিবার তন্নিকে অন্যত্র বিয়ে দিচ্ছে। এ খবর শুনে এক সপ্তাহ আগে তাজ আখঞ্জি দেশে ফিরে আসে এবং প্রেমিকা তন্নীকে নিয়ে পালিয়ে যায়। পরে ঢাকার একটি আদালতে এফিডেভিটের মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। গত রবিবার নববিবাহিতা স্ত্রীকে নিয়ে তাজ আখঞ্জি হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় তার বোনের বাসায় আসে। তাদের আসার খবর পেয়ে তাজের বড় ভাই রাত ১২টায় প্রেমিক যুগলকে সদর থানা পুলিশের হাতে তুলে দেন। পরে বিষয়টি সামাজিকভাবে মিমাংসা হওয়ায় প্রায় ১৯ঘন্টা পর গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় মুচলেকা রেখে উভয় অভিভাবকের জিম্মায় প্রেমিক জুটিকে ছেড়ে দেয় পুলিশ। এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ ইয়াছিনুল হক জানান, বড় ভাইয়ের অভিযোগে তাদের আটক রাখা হয়েছিল। বিষয়টি মিমাংসা হয়ে যাওয়ায় তাজকে তার ভাইয়ের জিম্মায় ও তন্নীকে তার মায়ের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় এলাকায় রসালো আলোচনার ঝড় বইছে।


     এই বিভাগের আরো খবর