,

বাউসা ইউপি ক্রিকেটে টুর্নামেন্টের ফাইনালে এমপি মুনিম বাবু : বাউসা যুব সংঘ আর্থ মানবতার সেবায় সততার সাথে কাজ করে যাচ্ছে

জসিম তালুকদার ॥ আমি অভিভূত বাউসা যুব সংঘ কর্তৃক ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা দেখতে এতো দর্শকের উপস্থিতি দেখে। খেলাধুলা যুবকদের নমনীয়তা বিকাশ করতে শেখায়। তরুন-প্রজন্মদেরকে মাদকের হাত থেকে রক্ষা করে। বাউসা আর সি সি ক্রিকেট খেলায় যে নৈপুন্যতা দেখিয়েছে আমার বিশ্বাস এ ইউনিয়নে ভালোমানের খেলোয়াড় আছে। তারা যদি একে অপরের সহমর্মিতা ও সহবাস্থানে থাকে একদিন বাউসা ইউনিয়ন থেকে জাতীয় দলে খেলার জায়গা করে নিতে পারবে। গত শনিবার সকালে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা যুব সংঘ আয়োজিত ইউনিয়ন ক্রিকেটে টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন বাউসা যুব সংঘ একটি সামাজিক সংগঠন হিসেবে আর্থ মানবতা সমাজ সেবামূলক বিভিন্ন কর্মসূচিতে তাদের সততা ও দক্ষতার পরিচয় দিয়েছে। আমি তাদের সফলতা কামনা করি। আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে ৩০ হাজার টাকা অনুদান প্রদান করছি। বাউসা যুব সংঘের সভাপতি সাংবাদিক আলী হাছান লিটন এর সভাপতিত্বে ও যুব সংঘের সহ-সভাপতি শাহ সেলিম আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ লিংকন আহমেদের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউসা হাফিজিয়া মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রথম পুরস্কার এর দাতা লন্ডন প্রবাসী-হাজ্বী আকলুছ মিয়া, সিনিয়র সহ-সভাপতি- কাওছার আহমেদ, সহ-সভাপতি- হাজ্বী তৈয়ব উল্লাহ, মোঃ তারেক আহমেদ, বাউসা যুব সংঘের উপদেষ্টা মুহিবুর রহমান চৌধুরী, মোঃ আবুল কালাম, বাউসা যুব সংঘের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মোঃ বাছিতুর রহমান চৌধুরী, বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি যুব সংঘের উপদেষ্টা-মনসুর আহমেদ চৌধুরী। এতে বক্তব্য রাখেন যুব সংঘের সহ-সভাপতি-মোঃ শওকত আলী, মোঃমঈনু মিয়া, ফরহাদ হাসান বাবুু, আল-মামুন, শাহ আলী আহমেদ, যুব সংঘের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ফরিদ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মিনহাজুর রহমান, প্রচার সম্পাদক-রাহিনুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সহ যুব সংঘের নেতৃবৃন্দ। এতে উপস্হিত ছিলেন বাউসা জামে মসজিদের সাবেক মোতাওল্লী হাজি আব্দুল মোতালিব, হাফিজিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ এখলাছ আহমেদ, শাহ কদ্দুছ মিয়া সহ বাউসা ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বিয়ান ও যুব সমাজের কয়েক শতাদিক জনতা। বিপুল উৎসাহ উদ্দিপনা ও বর্ণাঢ্য আয়োজন বাউসা টাওয়ার সংলগ্ন মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় বাউসা আর সি সি ক্রিকেট ক্লাব ও আব্দা দুরন্ত ক্রিকেট ক্লাব। ২০ ওভারের খেলায় ১২৭ রানে আব্দা দুরন্ত ক্রিকেট ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাউসা আর সি সি ক্রিকেট ক্লাব। অনুষ্ঠান শেষে বিজয়ী দল বাউসা আর সি সির অধিনায়ক মোবাশ্বির আলী সুমনের হাতে প্রথম পুরুস্কার দশ হাজার টাকার প্রাইজ বন্ড তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। রানার্স-আপ দল আব্দা দুরন্ত ক্রিকেট ক্লাব এর হাতে ২য় পুরস্কার পাঁচ হাজার টাকা তুলে দেন বিশেষ অতিথি সহ সকল অতিথিরা। ম্যান অব দা ম্যাচ, ম্যান অব-দা ফাইনাল ও সেরা ব্যাটসম্যান নির্বাচিত আর সি সির জুবেলের হাতে নগদ টাকা ও ক্রেস্ট তুলে দেন পুরুস্কারের দাতা-শাহ সেলিম আহমেদ-সহ যুব সংঘের নেতৃবৃন্দ। সেরা বোলার নির্বাচিত আর সি সির ওমরের হাতে ক্রেস্ট তুলে দেন যুব সংঘের সাবেক সভাপতি বাছিতুর রহমান চৌধুরী-সহ নেতৃবৃন্দ। ম্যান অব-দা সিরিজি নির্বাচিত দুরন্ত আব্দার উজ্জল এর হাতে ক্রেস্ট ও নগদ এক হাজার টাকা তুলে দেন দাতা-শাহ মিশু আহমেদ এবং যুব সংঘের উপদেষ্টা মনসুর আহমেদ চৌধুরী-সহ নেতৃবৃন্দ। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন নাদাম পুর গ্রামের দক্ষ ক্রিকেটার-দুলাল আহমেদ ও বাউসা গ্রামের মোঃ আবুল কাশেম। ধারাভাষ্য দিয়ে অতিথি ও দর্শকদের উৎসাহ যোগান বাউসা যুব সংঘের অন্যতম সদস্য নাজমুস সাকিব চৌধুরী ও আমির হামজা। স্কোর বোর্ডের দায়িত্ব পালন করেন অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার সুমন সুত্রধর ও শাহ মাছুম আহমেদ। খেলায় সার্বিক ও আর্থিক ভাবে সহযোগিতা করেছেন। বাউসা গ্রামের মুরুব্বিয়ান ও যুব সংঘের নেতৃবৃন্দ। বাউসা ক্রিকেট ক্লাবকে নতুন জার্সি স্পন্সর করেছেন বাউসা গ্রামের তরুন উদিয়মান সমাজ সেবক লন্ডন প্রবাসী মির্জা লায়েছ, আজাদুর রহমান, মিনহাজ সুমন।


     এই বিভাগের আরো খবর