,

হবিগঞ্জে পিআইবির প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কর্মরত ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার হবিগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব এড. মোঃ আবু জাহির। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আরটিভি প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির। টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ৭১টিভি প্রতিনিধি শাকিল চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালক আনোয়ারা বেগম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, পিআইবির রিপোর্টার জুলহাস উদ্দিন নিপুন, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, জিটিভির প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন প্রমুখ। গত ২০ জানুয়ারি থেকে হবিগঞ্জ সার্কিট হাউজে হবিগঞ্জে কর্মরত ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ৩ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলায় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।


     এই বিভাগের আরো খবর