,

সাংবাদিক তুহিনকে আবারও দুর্নীতি প্রতিরোধ কমিটির মেম্বার করলো দুদক

স্টাফ রিপোর্টার \ আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত হবিগঞ্জ জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার বিশিষ্ট সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিনকে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মেম্বার হিসেবে আবারও নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হবিগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুর্নগঠন করে চলতি বছরের গত ১২ জানুয়ারী ঢাকাস্থ সংশ্লিষ্ঠ কমিশন থেকে স্মারক নং-দুদক/ প্রতিরোধ/পুর্নগঠন/ সিলেট/ ২৭/ ১৫ (অংশ-১) ১৬৩৩ (৩০) প্রেরিত এক পত্রে সাংবাদিক তুহিনকে মেম্বার হিসেবে নিয়োগ প্রদানের বিষয়টি আনুষ্ঠানিক জানায় দুদক। দুর্নীতি প্রতিরোধে সততা, নিষ্ঠাবোধ ও গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই সিদ্ধান্ত দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। জানা গেছে, এই নিয়োগ প্রদান করায় আগামী ৩ বছরের জন্য সাংবাদিক তুহিন সংশ্লিষ্ট কমিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এদিকে দুদক কর্তৃক এই নিয়োগ পাওয়া নিয়ে সাংবাদিক তুহিনের প্রতিক্রিয়া জানতে চাইলে এ প্রতিনিধিকে তিনি বলেন, দুদক আমাকে এই নিয়োগ প্রদান করায় দুর্নীতি দমন কমিশন এর সম্মানিত চেয়ারম্যান সহ সকল কর্মকর্তাদের নিকট আমি কৃতজ্ঞ। চেষ্টা করব দেশ ও সমাজের স্বার্থে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত সাহসিকতার সাথে পালন করতে। হবিগঞ্জ জেলায় দুর্নীতিবাজদের শনাক্ত করা সহ দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির জন্য যা যা করা প্রয়োজন তাই হবিগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিটি সদস্যের সাথে একত্রে কাজ করব। তিনি আরও বলেন, সুনিদিষ্ট ও সরেজমিন প্রমান সাপেক্ষে দুর্নীতিবাজদের ঘাটি ভেঙ্গে দেয়া হবে। বরাবাহুল্য, সাংবাদিক তুহিন ইতিপূর্বেও দুদক কর্তৃক দুর্নীতি প্রতিরোধ কমিটির মেম্বার ছিলেন। এছাড়া অত্যন্ত সততা ও সাহসিকতার সাথে সাংবাদিক তুহিন বিগত ২৬ বছর যাবত দৈনিক জনকন্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয়, তিনি হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় কমিটির মেম্বার ও জেলা শাখার সেক্রেটারী সহ সরকারী-বেসরকারী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পদেও দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সততা ও সাহসিকতার জন্য ইতিপূর্বে তিনি হবিগঞ্জ জেলার শ্রেস্ট সাংবাদিক হিসেবে জেলা পুলিশ পদকেও ভূষিত হন।


     এই বিভাগের আরো খবর