,

আজমিরীগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন

জুয়েল চৌধুরী ॥ আজমিরীগঞ্জ উপজেলার বংশিবপাশা গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার লাঠির আঘাতে লোকমান মিয়া (৫৫) নামের এক চাচা নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র। হবিগঞ্জ সদর হাসপাতালে নিহতের স্ত্রী রাজু বিবি এ প্রতিনিধিকে জানান, দীর্ঘদিন ধরে বাড়ির সীম সীমানা নিয়ে লতিফের ভাই সুলেমানের সাথে বিরোধ চলে আসছে। এ বিরোধ নিষ্পত্তির জন্য এলাকায় বেশ কয়েকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এ নিয়ে মামলা মোকদ্দমাও দায়ের হয়। কিন্তু এরপরও সমাধান হয়নি। গতকাল বুধবার দুপুর ২টার দিকে সুলেমানের পুত্র মোশাহিদ (২৫) বাড়ির সীম সীমানা নিয়ে তার চাচা লোকমান মিয়া (৫৫) এর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মোশাহিদ তার হাতে থাকা লাঠি দিয়ে চাচা লোকমান মিয়াকে বেশ কয়েকবার আঘাত করে। আঘাতের কারণে লোকমান মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন লোকমানকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে তিনি মারা যান। এদিকে এ প্রতিনিধিকে রাজু বিবি আরো তথ্য দিতে গেলে মোশাহিদের ভাই রাজু বিবিকে নিষেধ করে। এক পর্যায়ে লাশ হাসপাতালে রেখে টমটমযোগে রাজু বিবিকে বাড়িতে নিয়ে যায়। সদর থানার এসআই দৌস মোহাম্মদ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সন্ধ্যায় হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ডাক্তার দেবাশীষ দাস জানান, জরুরি বিভাগের খাতায় মারামারি লিখা হয়েছে। মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুর্তে মৃত্যুর কারণ জানা সম্ভব নয়। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি অহিদুর রহমান পিপিএম জানান, সীম সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বুধবার দুপুরে তাদের মাঝে মারামারি হয়। তিনি নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর