,

নবীগঞ্জে সরকারী জায়গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন : এক ব্যক্তির ৩ মাসের কারাদন্ড

জসিম তালুকদার ॥ নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের হালিমপুর (পাঞ্জারাই) গ্রামে সরকারী জায়গা হতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোঃ আতাউর রহমান নামের এক ব্যক্তিকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। জানাযায়, উপজেলার উল্লেখিত গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র মোঃ আতাউর রহমান সরকারী খাস খতিয়ানের জায়গা হতে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিলেন বেশ কিছুদিন ধরে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান লেবার দিয়ে অবৈধভাবে সরকারী জায়গা হতে মোঃ আতাউর রহমান মাটি উত্তোলন করছেন। তাৎক্ষনিক সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার আটককৃত আতাউরকে বালু মহাল ও মাটি বাস্থবায়ন আইনে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উল্লেখ্য, প্রায় ১০ দিন পূর্বে সার্ভেয়ার আমিনুল ইসলাম সরজমিন গিয়ে সরকারী ভূমি থেকে আর মাটি না কাটার জন্য নিষেধ করে আসেন। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার একাধিকবার তাকে সর্তক করেন। মোঃ আতাউর রহমানকে সরকারী জায়গা থেকে যাতে মাটি না তুলে সে বিষয়ে অবহিত করা হয়, কিন্তু সেই নির্দেশনা না মেনে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রভাব খাটিয়ে মোঃ আতাউর রহমান সরকারী জায়গা থেকে মাটি উত্তোলন করে আসছিলো। ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন নবীগঞ্জ থানায় এস.আই চাঁন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ।


     এই বিভাগের আরো খবর