,

ইনাতগঞ্জে ক্বাবা শরীফ নিয়ে ফেইসবুকে আপত্তিকর ছবি পোষ্ট করার অপরাধে ব্যবসায়ী রজত গ্রেফতার ॥ বিচারের দাবীতে হাজারো জনতার বিক্ষোভ ॥ মামলা দায়ের

আনোয়ার হোসেন মিঠু ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী রজত রায় পবিত্র ক্বাবা শরীফের ছবির উপর শ্রী হনুমানের মুর্তির ছবি স্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোষ্ট করায় এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সংবাদটি ফেসবুকের মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়লে সাথে সাথে হাজার হাজার জনতা ইনাতগঞ্জ মধ্য বাজারে রজত রায়ের দোকানের সামনে অবস্থান নেয়। উত্তেজিত জনতা রজতের ফাঁসির দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। এ সময় মিছিলকারীরা রজতের দোকান লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। স্থানীয় নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বিক্ষোভকারীরা রজত এর গ্রামে বাড়িতে গিয়েও ইটপাটকেল নিক্ষেপ করে। গতকাল রোববার দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের মৃত রন রায়ের পুত্র রজত রায় ইনাতগঞ্জ বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে পবিত্র ক্বাবা শরীফের উপর শ্রী হনুমানের মুর্তি স্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার নিজ নামের আইডি থেকে আপলোড করে। কিছু সময়ের মধ্যেই খবরটি ইনাতগঞ্জ বাজারসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে দেখা দেয় তীব্র উত্তেজনা। হাজারো জনতা ইনাতগঞ্জ মধ্য বাজারে রজতের মুদি দোকানের সামনে অবস্থান নেয়। উত্তেজিত জনতা এসময় তার দোকান লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং তার ফাঁসির দাবীতে শ্লোগান দেয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাহিরে চলে গেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ এবং নবীগঞ্জ থানার অফিসার ইন চার্জ এম এম আতাউর রহমান ঘটনাস্থল ইনাতগঞ্জ বাজারে ছুটে যান। তাদের সাথে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই মোবারক হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় উত্তেজিত জনতার চাপের মুখে ইনাতগঞ্জ বাজারের পার্শ্ববর্তী চন্ডিপুর গ্রাম থেকে বিকেল সাড়ে ৪ টার সময় রজতকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ। উত্তেজিত জনতা প্রশাসনের কাছে রজতের ফাঁসির দাবী জানালে জনতার উদ্যেশ্যে ওসি আতাউর রহমান বলেন, ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিত নিয়ন্ত্রণে রাখতে তিনি সবার প্রতি আহবান জানান। নবীগঞ্জ ইসলামী রিসার্স সেন্টারের চেয়ারম্যান ও সম্মিলিত ইসলামী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা শায়খ আব্দুর রক্বীব হক্কানী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মুসলমানদের সর্বোচ্চ পবিত্র স্থান মহান আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফের উপর মুর্তির ছবি টানিয়ে যে ন্যাক্কার জনক কাজ করেছে এজন্য তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহন করতে হবে। এ ব্যাপরে স্থানীয় ইউপির বর্তমান চেয়ারম্যান বজলুর রশীদ বলেন, এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। পাশাপশি তার সর্বোচ্চ শাস্তিও দাবী করছি। সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ জেহাদী বলেন, পবিত্র ক্বাবা শরীফের ছবির উপর মুর্তি রেখে রজত যে দৃষ্টতা দেখিয়েছে একজন মুসলমান হিসেবে কোন ভাবেই তা মেনে নেয়া যায় না। আমি তার সর্বোচ্চ শাস্তির দাবী করছি। মোস্তফাপুর আলিম মাদ্রাসার সুপার মাওলানা আব্দুন নুর বলেন, তার এমন শাস্তি আমি চাই যাতে ভবিষ্যতে অন্য কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে না পারে। এদিকে ঘটনার খবর পেয়ে বিকেল ৫টার দিকে স্থানীয় জনতা বিক্ষোভ মিছিল সহকারে ইনাতগঞ্জ বাজার প্রদক্ষিণ করে ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভায় মিলিত হয়। খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র সাড়ে ৫টায় ইনাতগঞ্জ বাজারে আসেন। এ সময় তিনি প্রতিবাদকারীদের উদ্দ্যেশ্যে বলেন, আইনের উর্ধ্বে কেউই নয়। ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইনশৃংখলা পরিস্থিতি যাতে বিঘœ না ঘটে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি। এদিকে সন্ধ্যার পর হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারুক হোসেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, ইউএনও তাজিনা সারোয়ার, হবিগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনার সাথে জড়িত রজত রায়কে গ্রেফতার করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অন্যদিকে ইনাতগঞ্জের পার্শ্ববর্তী কাজিগঞ্জ বাজারে সন্ধ্যার পর মুসলিম জনতার ব্যনারে তাৎক্ষনিকভাবে বিক্ষোভ মিছিল করা হয়। আজ সোমবার কাজিগঞ্জ বাজারে রজত রায়েরে ফাঁসির দাবিতে সকাল ১০টায় মানববন্ধনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া গ্রেফতারকৃত রজত রায়ের বিরুদ্ধে রোববার রাতেই এস.আই মোবারক হোসেন বাদী হয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অপরাধে সংশ্লিষ্ঠ ধারায় মামলা দায়ের করেছেন।


     এই বিভাগের আরো খবর